বন্যার্তদের সাহায্যে দেশ বিদেশের অনেক মানুষ এগিয়ে এসেছেন। আরও অনেকেই এগিয়ে আসতে চান। সবাই বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন। এক্ষেত্রে অনেকেই চেনেন জানেন এবং কাজ করেন এমন সংগঠনকে বেছে নিচ্ছেন।
প্রধান উপদেষ্টারও ত্রাণ তহবিল আছে।
আমার কথা হচ্ছে, যেখানে আপনি কম্ফোর্টেবল, যাদের উপর আপনার বিশ্বাস আছে, সেখানেই দান করুন। একটাকা হোক, দশ টাকা হোক, এক লাখ টাকা হোক, কিছু হলেও দিন। সবার একসাথে এগিয়ে আসাটা জরুরি।
আমরা যেমন স্পৃহা ফাউন্ডেশনকে ভরসা করি।
প্রধান কারন এর প্রধান তাজিন ভাইকে আমরা ব্যক্তিগতভাবে চিনি। উনি আমাদের ডালাসে পড়াশোনা করেছেন, আমাদের স্থানীয় বড় ভাই ছিলেন, তারপরে চাকরির কারনে সিয়াটলে চলে গিয়েছিলেন।
যে লোকটা মাইক্রোসফ্টের লোভনীয় চাকরি, প্রমিসিং ক্যারিয়ার ইত্যাদি ছেড়ে দেশে চলে যান কিছু বস্তিবাসী মানুষের জীবনের উন্নয়ন ঘটাতে, উনাকে বিশ্বাস করাই যায়।
দ্বিতীয় কারন হচ্ছে, সাধারণত সব চ্যারিটি অর্গানাইজেশন ফোকাস করে খাবারে, স্পৃহা খাদ্য/পুষ্টির পাশাপাশি চিকিৎসার দিকেও ফোকাস করে।
আমরা সবাই জানি, বন্যায় পানিবাহিত প্রচুর রোগ ছড়ায়, স্পৃহা নিজস্ব টিম নিয়ে সেসবের বিরুদ্ধেই লড়ে। ওষুধ প্ৰয়োজন, ডাক্তার প্রয়োজন, ভলান্টিয়ার প্রয়োজন, প্রচুর লজিস্টিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেজন্য অর্থেরও প্রয়োজন।
আমি আবার বলছি, আপনি যাকে বিশ্বাস করেন, তাঁকেই দিন। এখানে কেউ কারোর প্রতিপক্ষ না। কেউ উদ্ধার করছে, কেউ খাদ্য দিচ্ছে, কেউ দিবে চিকিৎসা। আমরা সবাই মিলে এক সাথে লড়লে এইসব বন্যা ফন্যা কোন বিষয়ই না। শর্ত একটাই, লড়তে হবে এক হয়ে।
আমেরিকা থেকে যারা স্পৃহায় অর্থ সাহায্য পাঠাতে ইচ্ছুক, তাঁরা সরাসরি জেল করুন এই নম্বরে 9723028511 এবং মেমোতে লিখুন "BD flood."
যারা দেশে থেকে সরাসরি স্পৃহায় দিতে চান তাঁরা সরাসরি দিন এই ঠিকানায়:
Bank Name: Eastern Bank Limited
Bank A/C Title: Spreeha Bangladesh Foundation
A/C No: 1081350174104
bKash Merchant Wallet 01708405999

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



