আগেই বলে রাখি, এইটা কোন শর্টকাট রান্না না। অনেক সময় আর পরিশ্রম দরকার। সুতরাং কোন স্পেশাল মেহমান আসলে এটার আয়োজন করতে পারেন। গত শুক্রবার এরকম একটা দাওয়াতের জন্য বানিয়েছিলাম।
কি কি লাগবেঃ
১। তরল দুধ- ২ কেজি
২। ময়দা- ২ কাপ + রুটি বেলার জন্য
৩। চিনি- ১ কাপ
৪। লবণ- ১ চিমটি
৫। ডুবো তেলে ভাজার জন্য তেল
চুলায় দেড় কাপ দুধ আর লবণ দিয়ে বসালাম। ফুটে উঠলে ময়দা দিয়ে জোরে ঘুটা দিলাম। দুধের ঘনত্ব অনুযায়ী ময়দার পরিমাণ সামান্য এদিক ওদিক হতে পারে। এরপর নামিয়ে হাত দিয়ে মথে নরম খামির বানালাম। একটুও পানি দেয়া যাবে না। এরপর এক খামচি খামির নিয়ে রুটি বানালাম। রুটিটা বেলতে একটু কষ্ট হয়েছে, কারণ দুধে গোলানোর কারণে খামিরটা খুব ইলাস্টিক হয়ে গেছে। যা হোক, রুটির পুরুত্ব হবে একটু বেশী। মেলামাইন বা চিনামাটির প্লেট যেরকম পুরু হয় সেরকম। এবার রুটি থেকে ছোট্ট করে কাটলাম। ছবিতে দেখেন। আমি কাপ দিয়ে কেটেছি। এই মাপের অন্য কিছু দিয়েও কাটা যায়। কেটে ঘষা দেয়া যাবে না। তাহলে কিনার মোটা হয়ে যাবে। এইরকম তিনটা ছোট্ট রুটি দিয়ে একটা পিঠা হবে।
পরপর তিনটা ছোট্ট রুটি একটার উপরে আরেকটা রাখলাম। এবার শাহাদাত আঙ্গুল দিয়ে মাঝখানে একটু চাপ দিলাম যেনো তিনজন লেগে যায় কিন্তু এত্তো জোরে আবার দেয়া যাবে না যে নিচের পিঁড়িতে লেগে যায়। এবার ছুরি দিয়ে ছবির মত চারদিকে চারটা কাটা দিলাম যেনো মাঝের একটু জায়গা বাদ থাকে। এইবার সবচে উপরে রুটিটার একটা ভাগ উঠিয়ে দুই কোণা এক্ত্র করে মাঝের গর্তটাতে চেপে বসালাম। এরপর এর ডানের ভাগটা উঠিয়ে দুইকোণা কেন্দ্রের যত কাছে পারা যায় এনে চেপে বসালাম। শুনতে বিদঘুঁটে লাগছে? ছবি দেখেন, সহজ হয়ে যাবে। এইভাবে পিঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো ভাগ উঠিয়ে বসালাম। শেষের চারটার কোণাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে, নইলে পিঠা খুলে আসবে।
আর একটা ডিজাইন বানিয়েছিলাম। একটা ছোট্ট রুটিকে ছবির মত অর্ধেক করে দুই কোণা একসাথে লাগিয়ে দিলাম একটা টিপি। এরপর বাইরের পার্টটা বাইরের দিকে ভাঁজ করে দিলাম একটু। কোন সময়েই জোরে চাপ দেয়া যাবে না। ব্যাস হয়ে গেলো সীমের ফুল।
দেখেন আমি কত্তগুলা বানাইসি!! জান বের হয়ে গেসিলো।
বাকি দুধটা চিনি দিয়ে চুলায় বসালাম। প্রায় এক কেজির মত হলে নামিয়ে রাখলাম।
এবার বানানো পিঠাগুলাকে দুবো তেলে ভাজবো। প্রথমে চুলায় বেশী করে তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে চুলাটা কমিয়ে দিলাম। মাঝারী আঁচে রেখে একটা একটা করে দিয়ে ভাজলাম। দুই পাশ ভালোমত ভাজতে হবে। একদম বাদামী আর শক্ত হবে। সব ভাজা হলে ঠান্ডা করে নিলাম।
একটা গর্ত পাতিল নিলাম। আমি দুধের পাতিলেই করেছি। সবগুলা পিঠা একটার পর আরেকটা সাবধানে সাজিয়ে রাখলাম। খালি জায়গা যেনো কম থাকে এজন্য গোলাপগুলোর ফাঁকে সীমফুল দিয়ে ভরাট করে করে রেখেছি। কথাটা সিভিল ইঞ্জিনীয়াররা ভালো বুঝবেন। সব রাখা হলে ঘন করা দুধটা ঢেলে দিলাম। এইভাবে সারারাত থাকবে। সকালে হাত দিয়ে উপরেগুলো নিচে আর নিচেরগুলো উপরে দিয়ে আরো ঘন্টাখানিক রাখলাম। এবার কিন্তু পিঠাগুলা অনেক নরম হয়ে গেছে।
সাবধানে উঠিয়ে ছড়ানো কাঁচের ডিশে সাজিয়ে রাখলাম। মোট ২ কেজি দুধের পিঠায় আমার এরকম তিনটা ডিশ ভরে গেছে। পিঠা সাজিয়ে পাতিলের বাকি দুধগুলো সমান পরিমাণে তিনটা ডিশে ঢাললাম। উপর দিয়ে ঢালার সময় ফুলগুলোর উপরে ঢেলেছি যেনো ভেতরে যায়। সব কাজ শেষ।
এই শেষ কাজটা করেছি সকাল ৯টায় আর খাওয়া হয়েছে বিকাল ৩টার দিকে। পিঠাগুলা একদম নরম হয়ে ইয়াম্মী হয়েছিলো। সবাই যেভাবে গপাগপ খাচ্ছিলো আমি বানানোর সব কষ্ট ভুলে গেছি। আপনারা কেঊ বানালে জানিয়ে যাবেন। আর কোন সমস্যা হলেও।
ছবি লেখার মাঝে দেয়ার চেষ্টা করেছি। মনে হয় যায় নাই। আমি সরি। এমনিতেই প্রতিটাকে রিসাইজ করতে গিয়ে আমার জান শেষ!!!
আলোচিত ব্লগ
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।