তোমাকে ভাবতে গিয়ে ক্লান্ত স্বপ্নভূক হয়ে যাই,
সবুজ মিথ্যের মত অজস্র চিত্রকল্পের পিতা।
ফের কি করে আসো-তোমার এই প্রত্যাবর্তন
সামর্থ্যের কাছে পরাজিত হতে থাকি।
যেমন ঝিল্লিতে অপেক্ষা করে রোদ, পাপড়ির তলে সমস্ত দৃশ্যপট
খালের পানির মত প্রবাহিত হতে থাকে ধোঁয়া ও স্পস্টতা
এরচেয়ে পরিষ্কার কোন সূত্র বা বিজ্ঞান পারেনি মেধবীরা
তবু কিছু নিগুঢ় হয়, আকাশের লেজ ধরা দূরন্ত সাবক
আহা সেই সবক শিখে তুমি ঠিক সত্য ও মিথ্যে ঝলক দেখাও
তা যাহোক, মিথ্যের অলিন্দে চলুক শ্যামকল্যান;
তুমি এসে গিবত করো, সত্য ডাকতে পার-ওগো কাউয়াল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



