তোমাকে তো অনেক কথাই বলা হল
কিন্তু বলা হল না,
তোমাকে আমি ভালবাসি।
অনেক-অনেক ভালবাসি।
তোমার সঙ্গে তো অনেক পথই হাঁটা হল
কিন্তু জীবনটা পারি দেয়া হল না,
পারি দেয়া হল না, আরও দূরের সে পথ।
দেখা হল না, স্নিগ্ধ আকাশি।
আর ঢেউয়ের স্রোতগুলোও গোনা বাকি,
আকাশের তারার ছবি আকাঁও বাকি।
আরও বাকি হাজারও স্বপ্ন
কিন্তু তা পূরণ হবে নাকি?
থাক! কি হবে আর,
এক জীবনে সব স্বপ্ন
নাইবা হল পূরণ।
কিছু হয়তো, দেবেই ফাঁকি
বাকিগুলো নেকনা,ছুটি।
কি আসে যায়?
জানি এটা,খুব কঠিন নয়,
তাইতো আমি
নতুন করেই স্বপ্ন আকিঁ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





