সময় পাতায় কত কিছুই না লেখা রয়
কিন্তু দেখো,তুমি ভুলে গেছ আমায়..
আর যখন নীরব রাতে হঠৎ করে ডুকরে কাঁদি,
মনে হয়, উচিত হয়নি ফিরেয়ে দেওয়া,
ভালো করিনি কষ্ট দিয়ে তোমায়।
সময় পাতায় আরও লেখা রয়,
তুমি আমার হাতটা ধরতে চেয়েছিলে,
তুমিই আমার জন্য আকাশের নীল হয়েছিলে,
কষ্টের বেগুণী রংগুলোও আপন করে নিয়েছিলে
হয়তো করেছিলে আরও অনেক কিছু,
কিন্তু আমি ফিরে চাইনি,
বলেছিলাম,
"রাখতে চাইনা,কোনো পিছু"
হয়তো তা ঠিক ছিল,হয়তোবা ভুল,
আমায় ভুলে সুখেই আছো,
আমি পেলাম আগুন-
কষ্টভরা,বর্ণহীন এক আগুন।
বলা হয়নি কখনো,
কিন্তু তুমিই তা রেখে গেছো,
হয়তো নিজের অজান্তে,আমারই জন্যে
হয়তো তোমার স্মৃতির মধ্যে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





