ছোটবেলা থেকেই একটা জিনিস শিখেছি,
যুদ্ধাপরাধীরা আমাদের জাতিটাকে ধংস করতে চেয়েছিল,
এবং এখনো তারা সেই কাজটাই করছে।
যুদ্ধাপরাধীদের যে পরিমান ঘৃণা করি,তা হয়তো সংখ্যায় প্রকাশ করা যাবে না।
কিন্তু নিজের দেশটাকে ভালোবাসি,এবং এই জন্যই তাদের বিচারের দাবিতে,
ফেসবুকে 1971 গ্রুপটি তৈরী করি।
এর জন্য বিভিন্ন লিংক খুজতে যেয়ে অনেক সময় বাজে কিছু পরিস্তিতির সম্মুক্ষীন হয়েছি,
জামায়াতের গালি অথবা পাকিদের হুমকি, কিন্তু সেসবের জন্য কখনই কষ্ট লাগেনা।
যখন on facebook Nizami, Sayeedi, Mujahid Mukti Andolon Public Figure:2,332 people like this. 'এর মত নির্বোধদের দেখি তখন অস্বাভাবিক কষ্ট হয়।
এদের কি চোখ নেই?
অথবা সৃষ্টিকর্তা কি এদের বোঝার ক্ষমতা দেয়নি!!
এখন কি বিশ্বাস করতে হবে,২৩৩২ জন মানুষ না বুঝেই এই রকম পেজের ফ্যান হয়েছে!!
এই লজ্জা কোথায় রাখি!!
Discussion Board 'এখানের কমেন্টগুলো পড়ে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই।।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





