বৃদ্ধ রিক্সাওলার সরল উক্তি, "ভাতিজা,আমার বিবেক আছে তয় একটু কম আছে।"
শুনতে হাস্যকর অথবা মজার হলেও ঘটনা সত্য।
আমার এমন অনুভূতির কারনটা অন্যরকম।
কাল রাতে ১৯৭১'নিয়ে একটা গল্প পড়ছিলাম।
হঠাৎ এক বিলঙ্গনার গল্প পড়ে মন খারাপ হয়ে গেল।
ভাবলাম,তবুও আমাদের দেশের ছেলেরা তাদের রক্ষা করার জন্য জীবন বাজি রেখেছিল।
চিন্তা করে যে শান্তিটা এসেছিল তা আজ সকালের পেপার পড়েই উবে গেলো।
কি নিঃশংস!!
আজ প্রথম আলোতে ইভ-টিজিং,নারী উত্যক্ততা,আত্মহত্যা, মানব-বন্ধন ইত্যাদি নিয়ে মোট ৫টা আরটিকেল ছিলো।
গত কয়েকদিন ধরেই খবর গুলো প্রকাশের মাত্রা বেড়েই যাচ্ছে।
কিন্তু প্রতিরোধের তো কোনো দেখাই পাওয়া যাচ্ছে না।
আজ নাকি মোবাইল কোর্ট নেমেছে।
আমার তিনজন পরিচিত ছেলেকে তারা জিজ্ঞেসাবাদ'ও করেছে, তবু যখন রাত ৭টার সময় কোচিং থেকে বাসায় ফিরছিলাম,তখন সেই ভ্যাবদা চেহারার হাসিগুলোতে বিন্দু মাত্র পরিবর্তন নেই।
এর মানে কি আমাদের বিবেক নেই?
কই,এই বাঙ্গালিরাই না ৭১'এ বিবেকের পরিচয় দিয়েছিলো?
আসলে সেই বৃদ্ধ রিক্সাওলার নির্বোধ উক্তিটাই ঠিক, আমাদের বিবেক আছে,তবে সামান্য কম।।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





