বিশ্বজিৎ তুমিই অপরাধী !! তুমি সাধারণ বলেই। বিশ্বজিৎ তুমি দুশ্চিন্তা !! করোনা, নিশ্চিন্তে !! ঘুমাও। তোমার হত্যাকারীদের বিচার হবে না।
গতকালের খবর অনুসারে, স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন গ্রেপ্তার ৮জন এবং এরা কেউই ছাত্রলীগের না, পুলিশ বলেছেন এখনো কেউ গ্রেপ্তার হইনি, এদিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে, তবে একটা শর্ত জুড়ে দিয়েছেন, আটক ব্যাক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে, কেমন যেন ধোঁয়াশা একটা ভাব !! গতকালও প্রকাশ্যে ঘুরেছে বিশ্বজিতের হত্যাকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
আজকের খবর, বিশ্বজিৎ দাশ হত্যাকান্ডের অন্যতম আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সাভারের আশুলিয়ার রশিদ মার্কেট এলাকা থেকে তাকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে মামলার অপর আসামি ওবায়দুল হককেও গ্রেপ্তার করা হয়েছে। শাকিলের বাবা পুলিশের অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আতিকুর হাওলাদার বাংলানিউজকে জানান তার ছেলে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সে ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার আরেকটি নাম কিবরিয়া।
আবার শোনা যাচ্ছে নাহিদ নাকি শিবির কর্মী। পুলিশ নাহিদকে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর আরামবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। নাহিদের পুরো নাম মাহফুজুর রহমান নাহিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সে। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশে। তার বাবা মাওলানা মহিউদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকার আজহারুল আলম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ তিনি। নাহিদের বড় ভাই তাফসীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র। সে রাবি’র শহীদ সোহরাওয়ার্দী হল শাখার শিবিরের সভাপতি। ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকাণ্ডের আসামীও সে।
***বিশ্বজিৎ তুমি রাজনীতির যাঁতাকলে মানে মাইনকা চিপায় পইরা গেসো।
তুমি দুশ্চিন্তা!! করোনা, তোমার খুনিদের গ্রেপ্তার হলেও বিচার হবেনা, বিচার হলেও ফাঁসি হবেনা, ফাঁসি কার্যকর হলেও ফাঁসির দড়িতে ঝুলবে না, কারন আমাদের প্রেসিডেন্ট মহান, তিনি ফাঁসির আসামিদের মাফ করে দেন। আর তাছাড়া বাংলাদেশ একটা "ইস্যুমাতৃক" দেশ, তোমার হত্যার ইস্যুর আগে লিমন এর ইস্যু, সাগর-রুনি হত্যার মতো কতো ইস্যু গেলো তারই বিচার হলোনা। আবার আমরা নতুন ইস্যু নিয়ে ফেসবুক, ব্লগে আলোচনা-সমালোচনার ঝড় তুলবো। তুমি ইতিহাসই রয়ে যাবে, তুমিতো আর নূর হোসেন না, যে প্রতি বছর তোমার নামের মালা জপবো।
আসলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না বলেই আজ আমাদের এই দশা, ইতিহাস মানেই ঘটনার পুনরাবৃত্তি। যখন যেই সমস্যা হয় সাথে সাথে যদি সেই সমস্যার সমাধান করা হয় তাহলে আর এই দুর্দিন দেখতে হয়না। এরকম ঘটনা ঘটেছিল, ঘটছে এবং ঘটবে, যতদিন আমরা ইতিহাস থেকে শিক্ষা নেবনা।
আজকে তুমি যদি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে, তাহলে ছাত্ররা দফায় দফায় মিছিল করত, গাড়ি ভাঙচুর করতো। আজকে তুমি যদি ছাত্র দলের কোন কর্মী হতে, তাহলে আরও একদিন হরতাল দিত বিএনপি। আজকে তুমি যদি শিবির এর কোন কর্মী হতে, তাহলে তোমার আব্বুর গর্বে বুক ভরে যেত সন্তান শহিদ হয়েছে বলে। আজকে তুমি যদি ছাত্রলীগের কোন কর্মী হতে,তাহলে পুলিশ তোমাকে হাসপাতালে নিয়ে যেত, এভাবে বিনা চিকিৎসায় তুমি মরতে না। হাসপাতালে প্রধানমন্ত্রী তোমাকে দেখতে আসতেন। পরিবার বিশাল অঙ্কের অনুদান পেতো। কিন্তু তুমি এসবের কিছুর মধ্যেই ছিলে না। তুমি ছিলে সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে হত্যা করলে তার কোন বিচার হয় না, যেখানে সাগর-রুনি হত্যার মতো কতো বিচারই হইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


