প্রস্তাবটা সহজে ঠোকরানো সম্ভব নয়। লোভনীয় তো বটেই। হাজার হোক টাকার অঙ্কটা যে ১ লাখ মার্কিন ডলার! এ বিশাল অঙ্কের টাকা। টোয়ালাইট সাগা তারকা রবার্ট প্যাটিনসনকে এই বিশাল অঙ্কের টাকা প্রস্তাব করা হয়েছে অভিনয়ের জন্যই। তার পরও প্যাটিনসন ভাবছেন। সিদ্ধান্ত নিতে দোনোমনায় ভুগছেন। শেষ পর্যন্ত সম্ভবত না-ই বলে দেবেন। কারণ প্রস্তাবটা যে পর্নো ছবিতে অভিনয়ের! পরিবর্তন ।
টোয়ালাইটের শেষ পর্ব মুক্তি পাওয়ার পর নতুন প্রজেক্ট হিসেবে প্যাটিনসন মজা করে বলেছিলেন, তিনি কাজ করতে চান গার্লস গন ওয়াইল্ড নামের অ্যাডাল্ট ভিডিওতে। প্যাটিনসন যেভাবেই বলে থাকুন, বিষয়টা গুরুত্বের সঙ্গেই নিয়েছে গার্লস গন ওয়াইল্ডের নির্মাতারা।
প্যাটিনসনকে মেইল করেছেন এই পর্নো সিরিজের প্রতিষ্ঠাতা জো ফ্রান্সিস, ‘গার্লস গন ওয়াইল্ড সম্পর্কে তোমার ইতিবাচক মন্তব্য শুনে খুশি হয়েছি। তোমার সেই মন্তব্যগুলো বাস্তবতায়ন করার একটা সুযোগ দিতে চাই।’
সুত্রঃ দৈনিক আমাদের সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


