ভালোবাসি বলবোনা,
ভালোবাসি শব্দটা অনেক পুরনো হয়ে গিয়েছে।
মনে আছে তোমার?
সেদিন বিকেলের কথা যেদিন প্রথম আমায় বলেছিলে ভালোবাসো!
আমার পুরোটাই মনে আছে, সত্যি বলতে কি প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ যা কিনা আমি কাটিয়েছিলাম তোমার সাথে কিংবা তুমি কাটিয়েছিলে আমার সাথে।
আমার আহামরি কোন স্বপ্ন ছিলনা, খেটে খাওয়া মানুষের মত তোমার দেয়া জলভাত খেয়ে বেড়িয়ে পড়ব, সন্ধ্যায় ঘর্মাক্ত শরীরে এসেই তোমাকে চুম্বন,
রাত্রিতে তোমার সাথে ঝগড়া করব আর রাগ ভাঙ্গাতে কঠিন আলিঙ্গন।
জীবনে ঝড় আসে, অনেক সময় বলে কয়ে আসে আবার অনেক সময় আচমকা,
তোমাকে হারানোর ভয় যেদিন আমি পেয়েছি সেটা আচমকাই ছিল।
কিন্তু তোমাকে যে হারাচ্ছি সেটা আমি তিলে তিলে টের পেয়েছিলাম, পাত্তা দেইনি।
মনে হয়েছিল আমি যেমন তোমাকে দুর্নিবার, দুর্বিনীত আকর্ষণে বেধেছিলাম, তেমনি তুমিও আমাকে বেধেছিলে আমার মত করে।
কিন্তু আমার ধারনাকে ভুল প্রমানিত করে তুমি দিব্যি কয়েকটি বসন্ত পার করেছ।
তোমাকে শুভেচ্ছা।
আবারো ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টায় তুমি, আমি।
ভালোবাসি বলবোনা, ক্যামন জানি সেকেলে লাগে ভালোবাসি বলাটা।
বলবোনা আমি ভালোবাসি।
শুধু বলতে চাই হৃদয়ের পথ ধরে হেটে আসা এতটা পথ হারাবার নই,
হৃদয়ের পথ ধরে আরো ৩৭টা বসন্ত একসাথে বাঁচার চেষ্টা কি আমরা করতে পারিনা?
যেখানে অবিশ্বাসের চাইতে বেছে থাকাটাই মুখ্য হবে, যেখানে শুধু চাওয়া পাওয়া নই, একমুঠো ভালোবাসাও থাকবে।।
আমি ভালোবাসি বলবোনা, তবুও একসাথে বাঁচো।।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:১০