Hellow. Are you Indian?
কালো এবং ছোটখাট চেহারার একজন লোক খুব একটা স্মার্ট স্মার্ট ভাব নিয়ে উচ্চস্বরে প্রশ্ন ছুঁড়ে দিল আমার দিকে। বোঝায় যাচ্ছে যে আমাকে বিদেশী ভেবে ভাব করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। খুব রাগ হল শিক্ষিত লোকটার অশিক্ষিত ব্যবহারে। কোন উত্তর দিতে ইচ্ছে করছে না। আবার লোকটা আমাকে তার মত অভদ্র ভাবুক তাও চাচ্ছিনা।
এই সব মানুষের পরবর্তী প্রশ্নগুলো কি হতে পারে তাও আমার ভালো করে জানা। কিছুতেই বিশ্বাস করতে চাইবে না যে আমি বাংগালী। তা হ'লে যে তার বিদেশীর সাথে ভাব জমানোর চেষ্টাটাই অর্থহীন হয়ে যাবে। আশেপাশের মানুষকে তার নিজের ইংরেজী/হিন্দী ভাষার উপর দক্ষতার (অদক্ষতার) বিষয়্টা দেখাতে হবেনা?
সর্বশেষে এরা হয়ত বলবে,
"বাহ, ভালো বাংলা শিখেছেন তো"
আথবা,
"ও - ঐ - একই ভাই। আমি ভারতে গেছি না কত? "
অথবা
"তাইলে মাথার পাগড়ীটা খুইল্যা ফালান ভাই, দাড়িদুড়িও কাইটা ফালান। গোঁফ এত বড় ক্যান আপনার? জানেন না গোঁফ বড় রাখা হারাম?"
অথবা আবার চা খাওয়ার দাওয়াতও দিয়ে বসতে পারে। পাগড়ী বাঁধা শেখাতে বলতে পারে। আমাকে যে সে খুব পছন্দ করেছে সেটা বারবার বিভিন্ন ভাবে বোঝাতে চাইবে। এভাবে আমার অনেক বন্ধুও তৈরী হয়ে গেছেএখন। কারো কারো সাথে তো ইহকাল পরকালের আলাপ পর্যন্ত হয়।
তবে আমি যে আসলে চাঁদ থেকে এসেছি এই কথাটা কিন্তু একমাত্র শিশুরা ছাড়া আর কেউ ই বিশ্বাস করেনা। যাই হোক, এ ব্যাপারে আমি পরে আবার আসছি। এখন একটু ছবি আঁকি?
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





