ব্লগে আসা মানে অযথা সময় নষ্টকরা ছাড়া আর কিছু নয়। এখানে বিভিন্ন ধরণের মানুষের সমাগম হয় এটি একটি ভালো দিক, আবার মন্দও। কে কেমন সেটা চেনার কোনও উপায় থাকে না, ভিন্ন ভিন্ন প্লাটফরমও নেই। যে কারণে দেখা যায় ভালো নয় এমন লেখায়ও হিট বেশি আবার বেশ ভালো মানের লেখায় হিট নেই। এমনসব মন্তব্যও করা হয় যে লেখককে ভীষণ বিব্রত হয়।
একটি লেখা যতক্ষণ প্রথম পেজে পাওয়া যায় তাতে বেশি পাঠকের পড়ার উপায় নেই। এতে লেখকের পণ্ড-পরিশ্রম হয়।
মরাল লেখা এবং কিছু মানবিক লেখা দিয়ে প্রথম পেজের টপ অংশ বুকড রাখা হয়। সা.ইন.কে ঠিক করতে হবে তাদের আসলে উদ্দেশ্য কি! যদি মানবিক আবেদন আর জাতীয় দিবস দিয়ে ঠেসে রাখা হয় তাহলে যারা নিছক সাহিত্যের রস আস্বাদনের জন্য আসবেন, নিতান্তই হতাশ হবেন।
তবে সা.ইন. এর উদ্দেশ্য হয় মহত্ত কুড়াবার; সেক্ষেত্রে ভিন্নকথা। এর চে সস্তা উপায় বাংলাদেশে আর নেই।
তবে আমি একজন পাঠক হিসেবে
যা চাই তা হলো নির্ভেজাল সাহিত্য-আস্বাদন। সাহিত্যের উদ্দেশ্য মানুষের হিত সাধন অতএব সাহিত্যের মাধ্যমে সে কাজটি করা সম্ভব। মানবিক লেখা লিখে মানুষের দৃষ্টিকাড়ার মতো নোংড়া মানসিকতা পরিহার করে সত্যিকার মানবদরদী হ্ওয়া উচিৎ! একটি অসাধারণ সাহিত্য রচনা আপনার কপালে ঝুলিয়ে রাখা বিজ্ঞাপন-সাহায্যের আবেদন এর চে বেশি ভূমিকা রাখতে পারে।
আর যেসব সংবাদ ব্লগে পাওয়া যায় তারও কোনও প্রয়োজন আছে বলে মনে করি না। তবে সংবাদ বিভাগ হিসেবে একটি আলাদা সেকশন সা.ইন করতে পারে। যার প্রয়োজন সে ক্লিক করবে। তাছাড়া সংবাদের ওয়েবগুলোতো আছেই।...
প্রথম এসেই এতো সমালোচনা করা কি ঠিক?
স্যরি!....
লেখক হিসেবে প্রথম হলেও পাঠক কিন্তু অনেক পুরনো। অনেক! তাই এতোকিছু বললাম!....
মাইন্ড করলে মুছে ফেলবেন....
তবে সেটা স্বেচ্ছাচারিতা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





