প্রতিরাতে ডুবে যাই নিজের পাতানো ফাঁদে
ভুল শব্দেরা আমায় করে ব্যবহার
গ্রীবায় নাক ঘষে নিজের বাসনার শাপ
আষ্টেপৃষ্টে জড়ায়,ক্রমে নীচের দিকে নামে
আমাকে যারা হত্যা করতে চেয়েছিলে
এই রাত্রির কাছে রেখেছি দেহ, জাগিয়ে যেও।
আর কত রাত জেগে নিজেকে দেব পাহারা
খুনীরা শুনে যাও তোমাদের প্রতিটি চুম্বন
আমার ভেতর জাগায় একেকটি ঘুমহারা কবিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


