৮ম উইকেট ৬০ রানের বোঝা কাটিয়ে ইংল্যান্ডকে হারানোটা অনেকটা স্বপ্নের মতই। অনেকদিন পর ১টা উৎসবের অামেজ!
অসাধারণ বোলিং ফিল্ডিংএ ইংল্যান্ডকে চেপে ধরা। স্টেডিয়ামের সমর্থকদের উদ্দীপনা, উল্লাস অার অকুন্ঠ সমর্থন। সব মিলিয়ে স্বপ্নের মতো ম্যাচ!
এই ম্যাচের ১টি শিক্ষা রকিবুলের মত ফালতু ব্যাটসম্যান না থাকা ভালো। মিডল অর্ডারের সেই পুরানো চেহারা! শাহরিয়ার নাফিস থাকলে হয়তো একটু সহজ হতো ব্যাটিং। অাশরাফুল অারো একটু ঠেকে শিখে অাসুক। সাকিবের ব্যাটিং ধৈর্য অাবার পরীক্ষিত!
তামিমের হতাশ করা বোল্ড। ইমরুল কায়েসের হঠাৎ ঝলসে উঠা। মুশফিকুর রহিমের মেজাজ খারাপ করা বাজে টেস্ট স্টাইলে ব্যাটিং। মাহমুদুল্লাহ রিয়াদের রানিং বিটুইন উইকেট। অার জেমস এন্ডারসনের নার্ভ পতন!!
৫৮ রানে হারার পর জয়ও অাসলো ৫৮ রানের পার্টনারশীপে!
হ্যাটস্ অফ টু সাকিব চমৎকার ক্যাপ্টেন্সির জন্য। অার ১ জনকে অনেকদিন মনে থাকবে। শফিউল ইসলাম। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কারটা তাকে না দেয়া হলেও অাজকের সত্যিকারের ম্যান অফ দ্যা কান্ট্রি। গোটা ম্যাচের মোড় ঘোরানো ব্যক্তি। একমাত্র ছক্কা। লোয়ার অর্ডারে মাশরাফিকে মিস করার অাক্ষেপ অামাদের পুরো কেটে গেছে! ১ কথায় বললে "শফিউল, অাজকের সব উল্লাসের মধ্যমণি"
কিছু মানুষ চিনলাম:
খালেদ মাহমুদ সুজন (পাকিস্তানের ঐ ম্যাচ ছাড়া খবর নাই অার)
নভোজৎ সিধু: জন্মের সমস্যা থাকাটা স্বাভাবিক তার উপর ইন্ডিয়ান!
বাংলাভিশন নিউজ টিম এবং জনকন্ঠ: দেশদ্রোহিতার জঘণ্যতম উদাহরণ
নাম না জানা সেই সাবেক ক্রিকেটার যিনি সব পানি একা ঘোলা করে দিয়েছেন
পরের ম্যাচে হল্যান্ড অার সাউথ অাফ্রিকা। ৯নং পর্যন্ত ব্যাটসম্যান থাকায় কোয়াটার ফাইনাল খেলাটা অামাদের অধিকারে পড়ে!
দৌড়া বাঘ অাইলো!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



