২০০৯, ১৮ই নভেম্বর স্ত্রী এবং ৩ মাসের বাচচাকে নিয়ে আমেরিকাতে আসলাম, সবার ক্ষেত্রে যা হয় আমার হয়েছে ঠিক উল্টা, বাবা মা আমাকে স্পন্সর করে নিয়ে যায়. আমার মা বাবা ভার্জিনিয়া তে থাকেন.
Dulles Intl Airport e মা বাবার সাথে দেখা হবার পরের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, Airport থেকে যখন বাসার দিকে যাচ্ছি দু পাশের রাস্তা, গারি আর land scaping দেখে আমার তো চোখ কপালে উঠে গেলো. যাকে বলে প্রথম দর্শনে প্রেম. তখন প্রায় Winter শুরু হয়ে গেছে.
বাসায় এসে দেখি মা অনেক রকম item রান্না করে রেখেছে, কোনো রকমে হাত মুখ ধুয়ে খেতে বসে পরলাম. বাসায় এসে যেটা বুঝলাম আমার মা বাবা কত যে খুশি হয়েছে তার ছেলে কে কাছে পেয়ে. গত ১৫ বছর তাদের প্রতি টা সময় কেটেছে ঠিক এই মুহুর্তের জন্য. আমার বাবা তো আমার ৩ মাসের মেয়ে কে নিয়ে বাস্ত হয়ে পরলো
অনেক দিন পর মা বাবা কে কাছে পেয়ে আর jet lag এর কারণে ঘুমাতে পারলাম না. নিজেকে পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ মনে হতে লাগলো. আমি যে আসলে অনেক lucky সেটা আমি সত্যিকার ভাবে বুজতে পারলাম যখন আমি দেখলাম যারা এখানে এসে উঠেছে দু সম্পর্কের আত্তীয়, বন্ধু বান্ধব দের কাছে. (চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





