এভাবে ৩/৪ মাস সময় চলে যাচ্ছে, এক সময় বুঝতে পারলাম এ ভাবে জীবন যাবে না, driving licence নিতে হবে. 7/11 এর কাজ ছেরে দিলাম. exxon এর কাজটা ধরে রাখলাম. একদিনের ঘটনা বলি, exxon এর কাজের schedule আমার সকাল ৬ টা থেকে ২ টা. তখন ৯ টা কি ১০ টা বাজে আমি কাজের ফাকে ফাকে নাস্তা করে নিচ্ছিলাম আমার store এর franchise owner আমাকে দেখে ডাক দিয়ে বললো আমার মুখের খাবার ফেলে দিতে আমি তারা তারি করে গিলে ফেলার চেষ্টা করলাম কিন্তু ও আমাকে ধমক দিয়ে বললো through out. জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হবো সপ্নে ও ভাবিনি. অনেক কষ্ট পেয়েছিলাম চোখ প্রায় ভিজে গিয়েছিলো. অনেক কষ্টে কন্ট্রোল করেছি.
যাই হোক এর মধ্যে driving licence এর learners permit পরীক্ষায় পাশ করলাম আর ওই exxon কাজ ছেরে কোম্পানির exxon এ জয়েন করলাম.
এখানকার ম্যানাজার টা অনেক ভালো. এখানে কাজ করে অন্য রকম লাগলো বুঝতে পারলাম কোম্পানি আর ফ্রান্চিজ এর মধ্যে পার্থক্য.
শুধু exxon এ কাজ করি আর বাকি সময় টা অনলাইন এ জব এর জন্য Apply করতে থাকলাম. এর মধ্যে একদিন আমার বাবা তার কাজের জায়গায় সেন্স হারিয়ে ফেলে. উনি ডাইবেটিস এর রোগী. সকালে কাজে জায়গায় সুগার ফল করার কারণে সেন্স হারিয়ে ফেলে doctor বললো Hypoglycemia. আমি তখন বাসায় ছিলাম কি করবো বুঝতে পারছি না. হাত পা ঠান্ডা হয়ে আসছিলো. যত বাঙালি ফ্যামিলি ছিলো সবাই কে ফোন দিলাম কিন্তু সবাই কাজে. learners permit নিয়ে গারি চালানো যায় না পাশে এক জন licence holder থাকতে হয়. তাছারা গারি মাত্র একটা বাবা সেটা কাজের জায়গায় নিয়ে গেছে. অবশেষে একজন কে পেলাম উনি সাথে সাতে বাবার কাজের যায়গায় গিয়ে পরিস্থিতি দেখে আমাদের ফোন দিয়ে জানালো এম্বুলেন্স এসে বাবাকে নিয়ে হসপিটাল এ চলে গেছে. উনি আমাদের চিন্তা করতে মানা করলেন. বললেন উনি এসে আমাদের নিয়ে হসপিটাল এ নিয়ে যাবেন. আল্লাহর রহমতে বাবা ওই দিন ই বাসায় চলে আসে. কিন্তু আমি বুজতে পারলাম আমার অতি শিঘ্রই driving licence নিতে হবে. পরের সপ্তাহে dmv তে গিয়ে রোড টেস্ট দিলাম কিন্তু ফেল করলাম. মনটা খারাপ হয়ে গেলো. আরো ভালো প্রেপারেসন নিয়ে মাস খানেক পর আবার গেলাম. মনে মনে দোয়া করতে লাগলাম যেনো পেয়ে যাই. আল্লাহর রহমতে পেয়ে ও গেলাম. পর পর তিন বার যদি ফেল করতাম তাহলে আমাকে আবার ৩০০-৪০০$ খরচ করে আবার ক্লাস করতে হত.
exxon এ কাজ করি আর অনলাইন এ apply করি. বিভিন্ন জায়গা থকে কল ও পাই. কিন্তু হয় না. এর মাঝে একদিন আবার ইন্টারভিউ দিয়ে আসলাম কিন্তু ওরা বললো ক্রেডিট চেক করবে কিন্তু তখন আমার কোনো ক্রেডিট কার্ড ছিলো না ওরা বললো সরি. মন খারাপ করে বাসায় চলে আসলাম তার পরে ও apply করতে থাকলাম. washington post er sunday job section এ
apply করতে থাকলাম. কিন্তু ওখান সব কোম্পানি security clearence চায়.
মাসে ইনকাম মাত্র হাজার বারোসো ডলার এ দিয়ে আমেরিকাতে টিকে থাকা খুব কষ্ট. বাবা ছিলো বলে ভরসা. বাবা কে তেমন করে হেল্প করতে পারছি না বলে আরও খারাপ লাগতে লাগলো. ডিসিসন নিলাম ক্যাব চালাবো ওখানে নাকি ইনকাম ভালো. সব খরচ বাদ দিয়ে মাসে নাকি ৩ হাজার ডলার কমানো যায়. খোজ খবর নিয়ে জানতে পারলাম ক্যাব চালাতে হলে নাকি driving licence এর মেয়াদ ১ বছর হতে হয়. কি আর করা অন্য কি করা জায়গায় সে চেষ্টা করতে থাকলাম অনেকে বললো security guard এর জন্য apply করতে. manasas এ একটি security traning company তে security guard licence এর জন্য ক্লাস করবো ঠিক এই সময় একটা কল পেলাম বললো system admin পোস্ট এর জন্য আমাকে interview তে attend করার জন্য.
যথা সময়ে interview তে গেলাম মনে মনে দোয়া দরুদ পড়তে থাকলাম. এই কাজ টা আমার ভিশন দরকার. interview ভালই হলো. আমাকে বললো তারা আমার আরেকটা interview নিবে. আগেই বলেছি আমার exxon এর ম্যানাজার অনেক ভালো ও আমাকে বললো কোনো টেনশন না করার জন্য. interviewর জন্য যদি আমার ছুটি লাগে তবে যেনো ওকে জানাই. ১ সপতাহ পর আবার কল পেলাম 2nd interview তে attend করতে হবে. বুঝতে পারলাম না আবার কি জিজ্ঞাস করবে. interview তে গিয়ে দেখি আরো ৪ জন candidate মনে মনে হতাশ হলাম কিন্তু আল্লাহ কে ডাকা ছারলাম না. interview তে তেমন কিছু জিজ্ঞাস করলো না. টুক টাক কথা বার্তা. আমি ও ওদের কিছু পাল্টা question করলাম এই টিপস টা আমি গুগল থেকে পেয়েছি. ওরা বললো আমাকে ফোন করে জানাবে. আবার অপেক্ষার পালা সপ্তাহ খানেক পর আবার কল এলো ৩য় interview দিতে হবে, ওরা ও খানিক টা লজ্জিত হয়ে বললো এটাই লাস্ট. যথারীতি আবার interview তে গেলাম , ওরা এবার পোস্টমর্টেম করা শুরু করলো যাই হোক লাস্ট এ ওরা বললো কবে জয়েন করতে পারবো আমি বললাম ২ সপ্তাহ সময় লাগবে. পরের দিন recruiter আমাকে ফোন দিয়ে congratulation দিয়ে বললো জয়েন করার জন্য আর by this time ওরা back ground check করবে.
যাই হোক অবশেষে জয়েন করলাম, এখন পর্যন্ত ভালই লাগছে....অনেক stress...কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় যখন বাসায় ফিরে আমার মার হাসি মুখ দেখি, শুনি আমার মেয়ের মুখে বাবা ডাক, স্ত্রীর কমল পরশ আর আমার বাবার মুখে খানিক তৃপ্তির হাসি....আমার জন্য সবাই দোয়া করবেন.
(শেষ)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১১ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





