মাশূক আনিস
-----------------
আজ চন্দ্রের গ্রহনকাল
প্রথাসিদ্ধ ভাবে তুমিও আমাকে গিলে খাও
বিভ্রমে বিবসনা করো সমস্ত গোপন যা-কিছু
খোলস তুলে বিষ দাঁত পোঁত, সর্ব অঙ্গে -সর্বমূলে
অনেক অনেক ক্ষন চেপে ধরো, আদিম কচ্ছপ বীরত্বে
রতি কলার চিহ্ন-চিত্রে পৃথিবীর তলপেট ফুঁলে উঠুক
আজ প্রণয় গৃহে ঢুকে পড়ি, আতপ নিভৃতে
জন সমক্ষে আমি খন্ড-বিখন্ডিত হই
বহু দর্শনে রচনা করো, আমার ধর্ষনগাঁথা-উত্তাপ জলক্রন্ধন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



