তুই আমার বন্ধু,তুই আমার ভাই
তোর কাছে আজীবন সঙ্গই চাই।
স্বার্থ ও অর্থের নেই টানাটানি
নারী-প্রেম নিয়ে হয় কিছু কানাকানি।
দুইজনে মিলে হাসি দুজনেই কাঁদি
স্বপ্নের বালুচরে খেলাঘর বাঁধি।
বয়সের রঙ্ লেগে তোর চুল সাদা
রজতবর্ষে এসে আমি আজও গাঁধা।
সাতপাঁচ মারপ্যাঁচ কিছু জানানাই
অস্হির কোলাব্যাঙ কেবলই লাফাই।
তুই আমার ছেলেবেলা ছেলেখেলা দিন
গেঁয়োপথে ছুটোছুটি অজানা-অচিন।
আজও তোর সাথে হয় মাঝেমাঝে দেখা
দুজনার দুই পথ যায় একাএকা।
তবু তুই বন্ধু ঋদয়ের আপন
আমাদের এভাবেই জীবন- যাপন।
...............................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



