এরপর ফরাসী এমবেসী তে কল করে আমাদের দুজনের নামধাম আর পাসপোর্ট নাম্বার দিলাম এপয়েন্টমেন্ট ডেটের জন্য।তারা জানতে চাইল আমাদের হোটেল, ট্রাভেল রিলেটেড বুকিং আর অন্যান্য কাগজপত্র আছে কিনা..আমি সব করা আছে জবাব দিয়ে বুকিং ডেট চাইলাম ।তারা আমাকে নির্দ্ধারিত ভ্রমন ডেট এর এক সপ্তাহ পূর্বে এপয়েণ্টমেণ্ট ডেট দিল।আগেই আমি আর হাসান ঠিক করে রেখেছিলাম যে এয়ার এ নয় আমরা যাব দ্রতগতির ইউরোস্টার ট্রেনে...কারন হল সাইট-সিয়িং আর ইংলিশ টানেলের ভেতর দিয়ে ভ্রমন।
এপয়েন্টমেন্ট এর নির্দ্ধারিত দিনে ভোরে আমরা এমবেসীতে হাজির হলাম।গিয়েই আমাদের চক্ষু চড়কগাছ!! বিশাল লাইন!!! যাক লাইনে দাড়ানোর আধ ঘন্টা পরে সবাইকে ব্যাগেজ আর শরীর তল্লাশী শেষে ভেতরে যেতে দিল সাথে একটা করে সিরিয়াল টিকেট।পনের মিনিট পর আমাদের ডাক পড়ল এক মহিলার কাউণ্টারে।কাগজপত্র চাইল।দিলাম।পাসপোর্ট দেখে উনি বললেন,সরি,আপনাদের ভিজিট ডেট মাত্র এক সপ্তাহ বাকী,এতো অল্প সময়ে ভিসা আবেদন বিবেচনা করা সম্ভব নয়।আমি কেন নয় প্রশ্ন করলে জবাবে উনি যা বললেন তার সারমর্ম হল :
এক সপ্তাহ যাবৎ বাংলাদেশকে পনেরটি(পাকিস্তান,সোমালিয়া,নাইজেরিয়া এসব দেশ ঐ তালিকায় পূর্ব থেকেই ছিল) বিশেষ দেশের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের যে কোন দেশ ভিজিট করতে হলে ভিজিটিং ডেট এর মিনিমাম চার সপ্তাহ পূর্বে আবেদন করতে হবে যাতে করে সংশ্লিষ্ট এমবেসী আবেদনকারী সম্পর্কে যাচাই-বাচাইয়ের পর্যাপ্ত সময় পায়।অথচ আমাদের টিকেট আর হোটেল বুকিং(ভিসা আবেদনের সাথে হোটেল বুকিং দিতে হয় যা পরে ভিসা হওয়ার পর ক্যানসেল করা যায় শুধু ক্রেডিট কার্ড থেকে কিছু টাকা কেটে রাখে) দেয়া আছে এক সপ্তাহ পর...আর টিকেট করা আছে নন-রিফাণ্ডেবল ক্লাসে।আমি মহিলাকে বললাম : দেখুন আমি যখন এপয়েণ্টমেন্ট ডেট বুকিং দেই তখন এ রুলস্ পরিবর্তন সম্পর্কে আমাকে জানানো হয়নি।উনি বললেন : এ সংক্রান্ত এমেন্ডমেন্ড ওয়েব সাইটে দেয়া আছে (পরবর্তীতে বাসায় এসে তার সত্যতা পাই ওয়েব সাইটে)
এখানে উল্লেখ্য যে ইন্ডিয়ানদের কে এক দিনের মধ্যে ভিসা রেজাল্ট দিয়ে দেয় ।
যাক উনি আমাদের উপর ছেড়ে দিলেন আমরা আবেদন জমা দেব কিনা.কারণ তখনও আমাদের ভিসা ফি জমা দেই নি।যদি জমা দেই তাহলে নির্ঘাৎ ট্রাভেল কস্ট গচ্চা যাবে...।গেলে যাক আমি বললাম ওকে আমরা এপ্লাই করব।টাকা টুকা দিলাম মহিলাকে।সব রেখে আমদেরকে আর একটা বিশাল হলরুমে বসতে বলল সাথে দিল আর একটা সিরিয়াল নাম্বার।
আরও পনের মিনিট পর ডাক পড়ল । এবার এ কাউন্টারে কাগজ-পত্র রেখে পাসপোর্ট ফেরত দিল।বলল এক মাসের মধ্যে কনট্যাক্ট নাম্বারে ওরা কল করবে..পরে অবশ্য সতের দিনের মাথায় কল করেছিল আর ভিসা দিয়েছিল তিন মাসের (চেয়েছিলাম পাঁচ দিনের)
চলবে.....।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




