যেহেতেু টেলিটক একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এটি আর্থিক কষ্টে আছে এটা মানতেও কষ্ট হয়, অন্যদিকে বিদেশ থেকে আসা প্রতিষ্ঠানগুলো লাভের গুনীতক হারে অর্থ নিয়ে যায়, আর মাঝে মাঝে সরকারের করকেও বাকিতে ফেলে দেয়, ব্যাপারটা পুরোটাই অদ্ভূত । যেখানে বিদেশী প্রতিষ্ঠানগুলো জনগনের সাথে লেনদেন করে নগদ অর্থে, সেখানে তাদের এই মনোভাব অযৈাক্তিক ।
অন্যদিকে টেলিটক বাজারে এসেছে অনেকের পরে । সুতরাং নতুন পথে নেমে ধরা খাওয়ার ব্যাপার এখানে নেই, অন্যদের থেকে ধারনা নেয়া যায়, সবদিক থেকে সুবিধা থাকার পরেও লাইনের পিছে দাড়ানোটা স্রেফ উচ্চপর্যায়ের হাত ছাড়া আর কিছু মনে হয় না, হতে পারে এ্যাকটিভ হতে গেলে চর্বি কমে যাবে, কাজ বেশি করতে হতে পারে, অথবা নিজের আর্থিক অবস্থাটা খারাপ হতে পারে
তবে এতে যে লাভটা দেশের হতো সেটা এমন কিছু না, বিশাল একটা অর্থ যে দেশেই থাকতো সেটা ব্যাপার না, কেননা কথায় আছে "দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যাক্তি বড়"
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





