অবশেষে মুক্তি পেল "খোজ-দি সার্চ"
ব্লগে পোষ্টেরে মাধ্যমে অনেক আগেই জানতে পেরেছিলাম যে, এটি আসছে, তবে কবে আসছে আর কিই বা হবে তা জানতাম না। তবে এটুকু আশা ছিল যে, মনপুরা, চাকা বা এ জাতীয় ছবি যখন আমরা পেয়েছি তখন ভালো কিছু পাওয়া অসম্ভবও না। ছবিটি সম্পর্কে যদি একবাক্যে কমেন্ট চাওয়া হয় তবে বলব যে, গ্রেট ওয়ার্ক, আমি প্রযোজক সহ সকল কুশলীদের স্বাগত জানাই, এবঙ এরকম আরও কাজ দেখতে চাই।
সাউন্ড:
এখানে আমার নায়কের কথা বলার জড়তা ছাড়া আর কোথাও কোনো অভিযোগ নেই। বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো ইফেক্ট ব্যবহার করা হয়েছে সফরতার সাথে। কিছু ক্ষেত্রে নতুনত্বও োদখলাম।
ভিডিও:
এখানেও বিভিন্ন রকম কিছু ইফেক্ট ভালো লাগলো। নতুনও আমাদের দেশে, কিছু ত্রুটি আছে, তবে এত কম বাজেটে আর নতুন হিসেবে নিশ্চই "ম্যট্রিক্স" আশা করা যায় না, নতুন হিসেবে যথেষ্ট।
অনেকে সমালোচনা করলেও আমার কাছে যথেষ্ট মানসম্মত হয়েছে এবঙ তারিফের দাবিদার।

কাহিনী সংক্ষেপ :
অনেকেরই আগ্রহ থাকতে পারে কাহিনী কি সেই বস্তা পচা "আপনি আজকে না থাকলে কি যে হতো" টাইপের কিনা জানতে, তবে না এরকম ফালতু না। তবে বেশ খানিকটা অনুকরন আছে, এতে কিছু আসে যায় না। নায়ক অনন্তকে বাংলাদেশ সিক্রেট সার্ভিসের এক মিশনে ভিলেন নিনোকে ধরতে বলা হয়, কমান্ডো স্টাইলে এক দফা ইফেক্ট এখানে দেখানো হয়, যাহোক অনন্ত ধরা পড়ে যায়। তাকে অত্যাচারের মাধ্যমে ব্রেন ওয়াশ করানো হয়, পরবর্তীতে তাকে এক প্রভাবশালী লোকের শিশু কন্যাকে হত্যা করার মিশন দিলে অনন্ত তা প্রত্যাখান করে ও দ্বন্দযুদ্ধ শুরু হয়। এ কাহিনী ১৫-২০ মিনিটের মাথায় শেষ হয় অনন্ত ব্রিজ থেকে আহত হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে (প্রিভিউতে আছে দৃশ্যটা), তবে কাহিনী টার্ন নেয় অন্যভাবে, নিজেদেখলে বুঝতে পারবেন।
একটা মজার বিষয়:
যদি এই ছবিটাই হিন্দিতে করা হতো তাহলে দেখা যেতো যে আমরাই লাফিয়ে পড়ছি/পড়তাম অন্তত হল প্রিন্টের জন্য, কিন্তু নিজ দেশেই এত জটিল ছবি তৈরীর পরও অবজ্ঞা করছি দেশী হবার কারনে, অথচ প্রযোজক,পরিচালকের দৃষ্টিভজ্ঞি এোকবারেই আধুনিক,বিশ্বমানের।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





