নুর মোহাম্মদ সাহেবের আর্টিকেল :
"""শাহরুখ খানের কনসার্ট ১০ ই ডিসেম্বর, টিকেটে মূল্য মিনিমাম ৩,০০০ টাকা। আসুন একটি টিকেট না কিনে,ঐ টাকা দিয়ে আসছে শীতে ৩ জন শীতার্থ মানুষ কে ৩টি শীতবস্র দেই""""
কে একটু বিশ্লেষন করলাম।
তিনি হয়তো ১মএ একটু মন খারাপ করেছেন যে সুন্দর চেহারার নকল নায়কটিকে তিনি দেখতে পারবেন না সামনাসামনি,তবে তিনি এখন খুশি কিছু দিতে পেরে। ভাই, এসব নায়কেরা তো ভুয়া জিনিস, এক সট ১০ বার দিয়ে জোড়াতালি মেরে একটা ছবি বানায়, আর আমরা তাতেই ফিদা হয়ে যাই। এরা টাকার জন্যে, আর সমাজে আসল নায়ক তারাই যারা সামান্য বেতন পেয়েও স্কুলের লাইব্রেরীতে বই দান করেন, যাতে তাদের ভবিষ্যত প্রজন্ম কিছু পায়। এরকম নাম না জানা হাজারো প্রকৃত নায়ক আছে, কাজ আছে, আমরা তাদের মেকআপ না থাকায় চিনি না, বা বুঝতে পারি না, বা দাম দেই না।
ভাই আপনি ঠিকই করেছেন, একটা টাকাওয়ালা মানুষের চেহারা দেখার জন্যে গরিব দেশের ২৫,০০০ টাকা খরচ ফালতুমি ছাড়া কোনো যুক্তির নয়, আপনি ৩/৫/২৫ হাজার যাই দিবেন উপযোগ বা কার্যক্ষমতার বিচারে তা কোনোই কাজের নয়, বড়জোড় একটা সন্ধার জন্যে। আর একটা কম্বল কিনলে সেটা আপনাকে সারাটা শীতেই আনন্দ দিবে এই ভাবিয়ে যে, একটা লোক এ মুহুতে আপনার মঙ্গল চাইছে আপনার থেকে পাওয়া কম্বলটার জন্যে। কোনো উপকারের পেছনে সর্বদাই পজিটিভিটি কাজ করে, আপনার উপকারে একটা লোক শীতে কষ্ট পাবে না, তার পরিবারকে হয়ত সে আরো উপার্যন করে দিতে পারবে তখন। এভাবে চক্রটি চলতে থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





