ছোট সোনা নুহার মৃত্যু সঙবাদটি পড়ে চোখের পানি ঠেকাতে পারিনি, ছোট একটা শিশুও তার বাবার কোলে নিরাপদ নয়, আর মারা যাবার পরও তারা নিরাপদ নয়, অন্তত বিচারটাও হয়ত ঠিকভাবে হবেনা, আদো বিচারই হয় কিনা.....কেননা অর্থ দিয়ে মৃত্যু বিচার কেনা হয়ে গেছে হয়ত ইতিমধ্যেই। তোমার জন্যে শান্তনা বানী দিতেও লজ্জা লাগে ছোট্র সোনা মা আমার। কি মুখ নিয়ে শান্তনা দেব নিজেকে, লিখছি, আর চোখের অশ্রু বাধ মানছে না, কষ্ট হলেও আজ দির্ঘদিন পর লিখছি, লিখতে বাধ্য হচ্ছি।
ভিকিদের কথা? সে আরেক লজ্জাজনক অধ্যায়, লজ্জায় কোথায় মুখ লুকাব? আমারই তো বোন সে, ধর্ষিত হয়েও রক্ষা নেই, মৃত্যুর হুমকি, বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরেও অভিভাবকদের শাসানি [[[ হুসনে আরা, মেয়েটির অভিভাবক আপনিই, আপনিই আপনার প্রতিষ্ঠানের মেয়েদের সম্ভ্রম, নিরাপত্তার রক্ষক, দায়ভার আপনারই, আপনি তাদের অভিভাবক ]]] সর্বশেষে বোনটি লজ্জার বাধ ভেংগে যেন শেষমেষ দেশবাসীর কাছেই বিচার চাইল, বিচার চাইল তার সহপাঠীদের কাছে। সহপাঠীরা কথা রেখেছে, তারা তাদের সর্ব্বচ্চ ক্ষমতা দিয়ে নেট মিডিয়াকে ব্যবহার করেছে, চেষ্টা করেছে তাদের সাকুল্যের সর্বস্ব। আমরা? আমরা দেশবাসীরা? বসে বসে শুধুই দেখেছি, আর দেখেছি, সহপাঠীর জন্যে বিচার চাইতে গিয়ে সাঙবাদিকদের কাছে কিভাবে নিগৃহীত হতে হয়েছে তাদের, পুলিশের হুমকি সহ্য করতে হয়েছে তাদের। মাঠ ঠান্ডা করার জণ্যে ব্যর্থ অভিভাবক "হুনসে আরা" একটু অফে গেছেন, সব ঠিকঠাক হলেই আবার আসবেন নিজ চেহারা দেখাতে, যাতে লজ্জা শরম বলে কিছু নেই, পদত্যাগ বলে কোনকিছু তাদের জানা নেই। আর আসামী যেই হোক, সে হোক নেড়ী কুকুর অথবা গোত্রহীন, মানুষ বা আরকিছু নিজ জাতের [[[নিজ জাত কথাটার ব্যপক অর্থ, সব শিয়ালের এক রা]]] হলেই তার মুক্তির ব্যবস্থা এখন একটা গনতান্ত্রিক অধিকার।
***আসলে কি জানেন? ১০ তলার উপর খেকে সবাইকেই ছোট মনে হয়, তবে কাছে নেমে দেখলে বুঝবেন কে কতটা । আপনারা দুই কালসাপ আমাদের তেমনই ভাবেন, আমরা সাধারন জনগনকে ভালোভাবে দেখতে পাছ্ছেন না, তাই আন্দ্জ করতে পারছেন না, আমরা কতটা যাই। হয়ত সময় আজ আপনাদের, তবে উপর থেকে ছিটকে পড়তে সময় বেশী নাও লাগতে পারে। পায়ের নিচে মাটি থাকবেনা, ফিরে বাচার পথও থাকবেনা, তাই এখনই আপনারা মানুষের জগতে ফিরে আসুন, মানুষের মত ভাবুন, নাহলে আপনাদের কেউ আর মানুষ বলে ভাববে না, ঘিরে ফেলবে চারপাশ থেকে, মনে রাখবেন ছোট নুহারা ছোট নয়, ওদের অন্যায়ের দাবী বাতাসে মিলিয়ে যাবেনা, ভিকি বোনটির কাণ্ণা, দু:খ বাতাসে মিলাবে না, সবই আছে, জমা হচ্ছে। পাল্লা ভারী হচ্ছে, চিরকাল সুদিণ থাকবেনা,...... আমরা দূর্বলেরাই আপনাদের জন্যে বিষাক্ত সালফার হয়ে যাব,,,,,
ফিরে আসুন, সময় থাকতে ফিরে আসুন, ,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





