জীবনের গভীরে অতল ডুবেও স্মৃতি তার নৈশ পাহারা রাখে!
শৈশবের কনকনে শীত তাড়িয়ে নিয়ে উপত্যকা থেকে দূরে তার কোন্ অদ্ভুত
সাহসে যায়?
তবে কি দেবতারা আছেন দেবী ও শঙ্খকলাসহ চোখ ও মগজের সীমানায়
অধরা? বিসর্জনের পরও বিস্তারে এই পোত্তলিকতার দায়?
আমি নাই-
আমার ইতিহাস আছে ইতিহাস পাঠ নাই-
বিস্মৃতি অর্জনের কালে নিরাকার, বস্তু ও ভাবের ঘরে, দেখতে অবিকল শূণ্য
শূণ্য শূন্যতা..
চোখ ও মনের ঘুম আর সীসার আস্তরনের নীচে জমা হয়েছে আমার মগজ,
দিল ও দরিয়া, আমার আত্মার নীচে এসে লুকিয়েছে শিশ্নহীন পৌরষ ও
ঘননীল পেশাবের দাগ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



