ছাত্রকে নির্যাতনের অভিযোগ ইউসিসির বিরুদ্ধে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক/দৈনিক সমকাল
প্রতিষ্ঠানের 'বদনাম' করায় এক ছাত্রকে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-ইউসিসির পরিচালক কামাল উদ্দীন পাটোয়ারীসহ ওই কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। 'ইউসিসির মান ভালো নয়' বলায় ওই ছাত্রকে নির্যাতন করা হয়েছে। নির্যাতিত ছাত্র রকিবুল সমকালকে জানান, কোচিং সেন্টারটির ফার্মগেটের ইন্দিরা রোডের প্রধান ক্যাম্পাসে কোচিং করেন তিনি।
তিনি ইউসিসির দু'জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছেন। গত বুধবার তিনি কোচিংয়ের কয়েকজন সাবেক সহপাঠীর কাছে বলেন, 'ইউসিসিতে পড়ে লাভ কী? এটার মান তো ভালো নয়।' পরে ওই সহপাঠীরা বিষয়টি ইউসিসি পরিচালককে জানিয়ে দেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে গেলে সেখানে এসে তাকে চড়-থাপ্পড় দেন কামাল পাটোয়ারী, শিক্ষক জিয়াউর রহমানসহ ৩-৪ কর্মচারী। পরে তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় প্রধান ক্যাম্পাসে।
নির্যাতনের বর্ণনা দিয়ে গত বছর ঢাকা সিটি কলেজ থেকে পাস করা রকিবুল বলেন, 'আমাকে প্রথমে প্রধান ক্যাম্পাসের দোতলায় কামাল পাটোয়ারীর কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তারা আমাকে বেদম মারধর করেন। কামাল পাটোয়ারী আমাকে হুমকি দিয়ে বলেন, আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, তুই কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইস, কীভাবে পরীক্ষা দেস্্, আমি দেখে নেব।'
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




