কক্সবাজারে দক্ষিণ এশীয় প্রমীলা ফুটবল আসরের পর্দা উঠছে আজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেশে প্রথমবারের মতো আয়োজিত দক্ষিণ এশীয় প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-এর পর্দা উঠছে আজ। কক্সবাজার মুক্ত দিবসের দিনেই কক্সবাজার স্টেডিয়ামে শুরু হচ্ছে এ খেলা। এতে অংশ নিচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কভুক্ত ৮টি দেশের (মালদ্বীপ, পাকিস্তান, ভুটান, ভারত, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশ) মহিলা ফুটবলাররা। কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো ও দৃষ্টিনন্দন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দেশের মধ্যে সব দেশই ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে। আজ রবিবার দুপুরে কক্সবাজার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ওমেন ফুটবল এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ওরাই মাকুদি।
প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে কক্সবাজার স্টেডিয়ামকে সাজানো হয়েছে আধুনিকভাবে। ইতিমধ্যে মাঠ, গ্যালারিসহ পুরো স্টেডিয়াম সংস্কার করা হয়েছে। ভিভিআইপি ও ভিআইপিদের জন্য আলাদা বক্স তৈরি করা হয়েছে। সাংবাদিকদের জন্যও স্থাপন করা হয়েছে আধুনিক মিডিয়া সেন্টার। স্টেডিয়ামজুড়ে লাগানো হয়েছে রং-বেরঙের পতাকা। স্টেডিয়ামের দেওয়ালসহ সর্বত্র করা হয়েছে চুনকাম। স্টেডিয়ামের সামনের রাস্তাটিও সম্প্রসারণের মাধ্যমে সংস্কার করা হচ্ছে। পৌরসভা এই সংস্কার কাজ তদারকি করছে। এ উপলক্ষ্যে আউটার স্টেডিয়ামে বসেছে কক্সবাজার ওমেন চেম্বার অব কমার্স-এর পক্ষ থেকে একটি বস্ত্রমেলা। স্টেডিয়ামে পত-পত করে উড়ছে ৮ দেশের পতাকা।।
স্বাগতিক দলের টিম ম্যানেজার সৈয়দা মাহবুবা করিম মিনি জানান, দলের ৮ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই রাঙামাটি, খাগড়াছড়ির আদিবাসী তরুণী। মূলত এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা অনূর্ধ-১৯ জাতীয় মহিলা দলের ট্যালেন্ট ও জাতীয় দলের অভিজ্ঞদের নিয়ে বর্তমান বাংলাদেশ দলটি তারুণ্য ও অভিজ্ঞতায় পরিপূর্ণ। ২ মাসের কম্বাইড প্র্যাকটিসে বর্তমান দলটি ভুল-ত্রুটি শুধরে শক্তিশালী দলে পরিণত হয়েছে, যার প্রমাণ প্র্যাকটিস ম্যাচে ভুটানকে আমরা ৭-০ গোলে বিধ্বস্ত করে দেখিয়েছি। বিজয়ের মাস ডিসেম্বরে গ্রুপ ম্যাচে শ্রীলংকা, ভুটানকে হারিয়ে আমরা প্রথমে সেমির টিকেট কনফার্ম করতে চাই। ফাইনালে অবশ্য ভারতের মতো ফেভারিট টিমকে আশা করছি।
এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান জমকালো করতে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শো ছাত্রছাত্রী প্রস্তুত। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্যের আলোকে মনোমুগ্ধকর ডিসপ্লে, আঞ্চলিক নৃত্য থাকছে। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারা কক্সবাজারবাসীর জন্য একটি বড় পাওনা।
আয়োজক কমিটি জানায়, ১২দিন ব্যাপী ৮ জাতির মিলন মেলার এই আসরের সময়সূচি অনুযায়ী আজ ১২ ডিসেম্বর দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বেলা ২টা ৪৫মিনিটে নেপাল বনাম মালদ্বীপের খেলা। পরদিন ১৩ ডিসেম্বর সকাল ১১টা ৫মিনিটে ভারত বনাম ভুটান এবং বেলা ২টা ৪৫মিনিটে বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলা, ১৪ ডিসেম্বর সকাল ১১টা ৫মিনিটে পাকিস্তান বনাম মালদ্বীপ এবং বেলা ২টা ৩০মিনিটে নেপাল বনাম আফগানিস্তান, ১৫ ডিসেম্বর সকাল ১১টা ৫মিনিটে ভারত বনাম শ্রীলংকা এবং ২টা ৩০মিনিটে বাংলাদেশ বনাম ভুটান, ১৬ ডিসেম্বর বেলা ২টা ৩০মিনিটে পাকিস্তান বনাম আফগানিস্তান, ১৭ ডিসেম্বর সকাল ১১টা ৫মিনিটে শ্রীলংকা বনাম ভুটান এবং বেলা ২টা ৩০মিনিটে ভারত বনাম বাংলাদেশ, ১৮ ডিসেম্বর সকাল ১১টা ৫মিনিটে আফগানিস্তান বনাম মালদ্বীপ এবং বেলা ২টা ৩০মিনিটে নেপাল বনাম পাকিস্তান, ২০ ও ২১ ডিসেম্বর সেমিফাইনাল এবং ২৩ ডিসেম্বর বেলা ১টা ৩০মিনিটে ফাইনাল খেলা।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যোগ্য কে???
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(সকল... ...বাকিটুকু পড়ুন
গণতান্ত্রিকভাবে লীগকে ক্ষমতার বাহিরে রাখা যাবে আজীবন।
লীগ সদ্য বিতাড়িত কিন্তু তাদের সাংগঠিক কাঠামো এখনো পূর্বের মতই শক্তিশালী শুধু ছোবল দিতে পারছে না, স্থানীয় নেতারা বিএনপির নেতাদের বড় অংকের টাকার বিনিময়ে ইতিমধ্যে এলাকায় প্রবেশ করছে তবে মুখে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেললেন মোস্তফা সরোয়ার ফারুকী !
মোস্তফা সরোয়ার ফারুকী লম্বা রেইসের ঘোড়া মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়া হতে বেডরুমে যার নিয়োগ নিয়ে অস্বস্তি আছে তিনি খুব দ্রুত শিখে গেলেন কিভাবে মানুষের মাথা ঠান্ডা করতে হয়।... ...বাকিটুকু পড়ুন
গ্রেট স্প্যারো ক্যাম্পেইন......
গ্রেট স্প্যারো ক্যাম্পেইন.......
চীনের চড়ুই পাখি নিধন কর্মসূচী ও প্রকৃতির নির্মম প্রতিশোধ!
প্রকৃতি তার আপন গতিতে বয়ে চলে পাহাড়ি ঝর্ণার মতন। ক্রমাগত পরিবর্তনশীল প্রকৃতির নিয়মের সাথে মানিয়ে নিতে না পেরে হারিয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন
''ভারতের থাপ্পর'' ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
ছবি : তানভীর জুমার এর লেখা পোস্টের মন্তব্য থেকে নেওয়া
মন্তব্যটা পড়ে মন খারাপ হয়ে গেলো। জানিনা ভারতে কয়জন ইউনুস আছেন। যদি থেকেও থাকেন তাদেরকে ব্যক্তি হিসেবে আমার... ...বাকিটুকু পড়ুন