৫ বছরের উপর হল আমরা একসাথে। এই সময়টুকুতে আমাদের মাঝে কত কিছু্ই না হল....... ২ বার তো একেবারে সব শেষ বলে উল্টো পথে হাটা দিয়েছি দু'জনেই
এরপর অনেক দিন পেরিয়ে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। তবে উল্লেখযোগ্য শুধু দুটো ব্যাপার।
এক আমার বিয়ে। দিত্বীয় আমার মেয়ে।
মনের কথাগুলো ঠিক করে সাজাতে পারছি না। তবুও আজ ২৮ বছর পরে কিছু বলতে ইচ্ছা করছে।
মেয়ের বিয়েতে ও এসেছে। ওকে দেখে অনেক কিছুই মনে পড়ল।কখনো ওকে প্রশ্ন করিনি কই বা কেন চলে গেল। জানতাম আমাদের এই দুরে সরে যাওয়ার কারন আমরাই। আমাদের সপ্ন ছিল ভিন্ন, যা আমরা একে অপরের জন্য ছেড়ে দিতে চাইনি ; ছুটেছিলাম আমাদের সপ্নের পিছনে ........ হয়তো ভালবাসতাম না ওকে, ভালবাসতাম শুধু খ্যাতি, প্রতপত্তি আর বিলাসিতার জীবন...... সার্থপর ছিলাম হয়তো।
তবে খুব কম দিনই কেটেছে এ কথা ভেবে যে ও সাথে থাকলে একটি একটি করে জীবনের সিড়ি ভেঙে উঠা আরো সহজ হতো......
যদিওবা বলেছিলাম থাকতে পারবো না ওকে ছাড়া তবে কথাটা মিথ্যা...... থাকলাম তো এতোগুলো বছর নাকি?
কখনো জানতে চাইনি ও কিভাবে কাটালো এতোগুলো দিন।এক পা এক পা করে ও আমার দিকে এগিয়ে আসছে, তার চোখেও অনেক প্রশ্ন দেখছি আমি।
আজকে অনেক কিছু জিজ্ঞেস করবো, আজকে ওর অনেক প্রশ্নের উত্তর দিব....... অনেক দিন পর ওর সাথে কথা বলবো।
-------দহন
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




