আজ আবার আমার সপ্ন তোমায় আমার পাশে নিয়ে এল।
এই মুহুর্তে তুমি নেই আমার সাথে, আজ আমার হাতে নেই তোমার হাতটি। রোদেলা বিকেলে তোমার ছায়া আর থাকে না আমার ছায়ায় মিশে। কিন্তু আজও তোমার স্বৃতি সাথে নিয়ে আমি হেটে চলছি।
তোমার চোখের ভাষা আজও আমি অকপটে পড়তে পারবো, কারণ আজও আমার চোখে শুধুমাত্র তোমারই ছবি আকা। আমার রাতগুলো এখন কাটে প্রত্যেক তারায় তোমাকে খুজে, দিন কেটে যায় একথা ভেবে যে কখন অন্ধকার রাতের উজ্জল চাঁদকে ক্যানভাস বানিয়ে তোমার ছবি আঁকবো....
আজও আমার প্রত্যেকটি কথায় তোমার সুর বাজে, তোমায় দেখতে পাই প্রতিটি চোখের পলকে। কিভাবে ভুলে যাব তোমার প্রতিটি ছোট বড় কথা?? তোমায় যে আমি আজও অনেক ভালবাসি।
আজ আবার তোমার কথা মনে পড়লো...
একলা আমি হেটে চলেছি.... তোমারই পথ ধরে, তোমার ঠিকানায়, তোমার আরো কাছে....
দহন
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




