বিশ্বজননী মা, সেযে আমার, তোমার মা।
সোনা দানা আর হীরা দিয়ে যার হয়না তুলনা।
তুলনা তার হয় না, সেতো অতুলনীয়।
ভোলা তাকে যায় না সেযে চিরস্মরণীয়।
আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া জানাই,
আমার মাকে সুখী করো,
আর কিছুই চাওয়ার নাই।
ছোটবেলাতে যখন আমার হয়েছে অসুখ,
আমার চেয়ে আমার মাই যেন পেয়েছে বেশি দুখ।
অসুখে আমার পাশে বসে মা কাটিয়েছে কত রাত,
আমার মাথায় থাকে যেন সদা সেই মায়েরই হাত।
মা আমার জীবনে সবচেয়ে প্রিয়,
মায়ের জায়গা কখনো কি,
নিতে পারে কেহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




