সবাই কেমন আছেন? আজকে একটি অতি গুরত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছি। তবে জানি না এই লিখায় কোন কাজ হবে কী না। তবে সবাই যদি এই লিখাটির প্রতি নজর দেয় তবে আশা করি আমার এই লিখাটি সার্থক হবে।
কিছুদিন যাবত বাংলা ফোরামগুলোতে জনাব মোস্তফা জব্বার এর বিরুদ্ধে জড় সৃষ্টি হয়েছে। সকল বাংলা ব্লগাররা একসাথে তাল মিলিয়ে বলছেন যে, মোস্তাফা জব্বার অভ্রকে ধংস করার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করছেন। কিন্তু কিছুদিন আগে বৈশাখী টিভি চ্যানেলে মোস্তফা জব্বারকে হাজির করা হয় এবং সেখানে এই অভ্র এর বিষয়ে তাকে কিছু প্রশ্ন করা হয়। সেখানে আবার দেখা গেল ভিন্ন অবস্থা, সেখানে মোস্তফা জব্বার বলছেন যে, মেহেদী হাসান অর্থাৎ অভ্র টিম বিজয়কে হ্যাক করে অভ্র তৈরী করেছে এবং সেখানে তিনি এই বিষয়টি বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে, “অভ্র সফটওয়্যারের ভিতরে কিভাবে বিজয় কীবোর্ড যুক্ত হবে।“ কিন্তু একটি পোস্টে মেহেদী হাসান ভাইয় বলেছেন, “অভ্র এর ইউনি বিজয় কী বোর্ড ও বিজয় কিবোর্ড এর মধ্যে কিছু ভিন্নতা রয়েছে।“ আবার জনাব মোস্তফা জব্বার এই বিষয়ে বলেছেন, “একটি সফটওয়্যারের আংশিক পরিবর্তন করে নুতুন সফটওয়্যার করাও আইনের চোখে অপরাধ।“ এছাড়া তিনি এই বিষয়ে অনেক আইনের উদাহরণ দিয়েছেন।
এই অবস্থায় এই বিষয়টি কারো কাছেই পরিষ্কার নয়। যার কারণে কেউ বুঝতে পারছে না আসল ঘটনা কী? এই বিষয় নিয়ে অনেক ব্লগারই লিখালিখি করছেন। কিন্তু এই কথা সত্য যে তাদের দুই জন ছাড়া আর কেউ বলতে পারবেন না আসল ঘটনা কী? তাই সকল ব্লগার, বাংলা ফোরাম, টিভি চ্যানেল, জনাব মোস্তফা জব্বার এবং মেহেদী হাসান ভাইয়ার প্রতি আমার একটাই অনুরোধ, জনাব মোস্তফা জব্বার এবং মেহেদী হাসান ভাইয়াকে একসাথে বসার ব্যবস্থা করুন। এবং এটি সরাসরি টিভি চ্যানেলে সম্প্রচার করুন। একমাত্র তাহলেই এই সমস্যার সমাধান হবে।
আমি এই কথা বলছি কেননা, আমরা যতই নিজেরা কথা বলি না কেন। আসল রহস্য কোন দিন বের করতে পারব না। কেননা একজন প্রোগ্রামার কিভাবে তার প্রোগ্রাম তৈরী করেন তা কারো জানার উপায় নেই। মনে করুন আমি একটি ছোটখাট সফটওয়্যার তৈরী করলাম। এখন কোন একজন দক্ষ প্রোগ্রামারকে এই সফটওয়্যারটি তৈরী করতে বললেও সে আমার নিজের ডিজাইনে সফটওয়্যারটি তৈরী করতে পারবে না কিন্তু হয়তবা সফটওয়্যার দুইটির কাজ একই হতে পারে। এই ক্ষেত্রে দক্ষ প্রোগ্রামার হয়ত তার নিজের তৈরী ডিজাইনে সফটওয়্যারটি তৈরী করবে অথবা কোন উপায়ে আমার সফটওয়্যারটি হ্যাক করে ঐ সফটওয়্যারটি তৈরী করবে। এখানেও হয়তবা, মেহেদী হাসান নিজের তৈরী ডিজাইনে এই সফটওয়্যারটি তৈরি করেছেন অথবা জনাব মোস্তফা জব্বারের তৈরী বিজয় সফটওয়্যারের ডিজাইনকে হ্যাক করে তৈরী করেছেন। মেহেদী হাসান ভাইয়া অভ্র সফটওয়্যারের ইউনিবিজয় কী বোর্ডটি কিভাবে তৈরী করেছেন তা একমাত্র তিনি নিজেই বলতে পারবেন। আর আমি এই কথা নিশ্চিত যে তিনি যদি উনার তৈরী ডিজাইনটা প্রকাশ করেন, তাহলেও জনাব মোস্তফা জব্বারের পক্ষ হতে মেহেদী হাসান ভাইয়ের মতামতের বিরুদ্ধে প্রশ্ন উঠবে। আর এভাবে চলতে থাকলে কোন দিনও এই সমস্যার সমাধান হবে না।
আমি আরো কিছু মানুষের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছি। সবাই আমার মতামতের সাথে একমত হয়েছেন। জানি না আপনারা একমত হতে পারবেন কী না। আশা করি সবাই আমার সাথে একমত হবেন। তাই খুব তাড়াতাড়ি জনাব মোস্তফা জব্বার ও মেহেদী হাসান ভাইয়াকে একসাথে এক টেবিলে বসে কথা বলার ব্যবস্থা করুন এবং তা গণ মাধ্যমে তা প্রকাশ করুন। কেবল তাহলেই এই জটিল সমস্যার সমাধান হবে।
আশা করি আমার এই কথাটি মনোযোগ সহকারে ভাববেন। এখানে প্রশ্ন আসতে পারে আমি সকল ব্লগারদের কথা শিরোনামে কেন বললাম। হ্যা! একটি কথা সবারই মানতে হবে যে, দশের লাঠি একের বোঝা। তাই আপনারা সবাই যদি এই বিষয়ে লিখালিখি শুরু করে দেন তাহলে এই কথা নিশ্চিত যে কিছুদিনের মধ্যেই জনাব মোস্তফা জব্বার সাহেব ও মেহেদী হাসান ভাইয়াকে এক টেবিলে বসানো সম্ভব হবে। আশা করি সকল ব্লগাররা আমার কথাটি একবার হলেও মনোযোগ সহকারে ভাববেন।
যদি কোন জিনিস বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এই লিখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
{
আমার যত বিজ্ঞাপন
Computer Technology সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাইলে ভিজিট করুন http://www.tfortechnic.blogspot.com ।
}

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



