সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। এখানে কম্পিউটারের গতি বাড়ানোর তিনটি উপায় নিয়ে লিখব। আশা করি এই লিখাটি আপনার উপকারে আসবে।
সাধারণত অনেক সময়ই কম্পিউটারের গতি কমে যায়। কিন্তু আমরা যদি কম্পিউটার পরিচালনায় একটু সচেতন হই তাহলে এই কম্পিউটারের গত কমে যাওয়ার হাত থেকে অনেকখানি বাচতে পারব। আমরা অনবরত কম্পিউটার ব্যবহার করে যাই কিন্তু, কম্পিউটারের কোন যত্ন নেই না। এখানে যত্ন বলতে কম্পিউটারের টেবিল পরিষ্কার করে রাখাকে বুঝাচ্ছে না। এখানে যত্ন বলতে কম্পিউটার সফটওয়্যরের পরিচর্যাকে বুঝাচ্ছে। মনেকরুন আপনার মন ভাল নেই তাহলে দেখা যাবে যে, এর কারণে আপনার কিছুই ভাল লাগছে না। আর আবার যদি এমন হয় যে, আপনার মন ভাল কিন্তু শরীর ভাল নেই তাহলেও এই মন ভাল থাকার কারণে শারিরীক অসুস্থতা এতটা প্রভাব ফেলতে পারবে না। ঠিক তেমনি আপনার কম্পিউটার মেমরী যদি পরিচ্ছন্ন না থাকে দেখা যাবে যে, কম্পিউটারটি যত উন্নত মানেরই হোক না কেন তা খুব ভাল কাজ করতে পারবে না। কেননা এখানে সফটওয়্যার হল মানুষের মনের মত। আর হ্যার্ডওয়্যার হল তার দেহ অর্থাৎ তার শরীর। আশা করি কম্পিউটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। কম্পিউটারের ম্যামরী যদি পরিচ্ছন্ন থাকে তাহলে কম্পিউটারের গতিও বেড়ে যাবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমার এক বুন্দুর Core 2 Due প্রসেসর এবং 1 GB Ram অপর দিকে আমার কম্পিউটারের অবস্থা হল, Pentium Celeron D এবং 512+256 MB Ram । কিন্তু কাজের গতির ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে, আমার কম্পিউটারই তার অর্থাৎ আমার বন্দুর কম্পিউটারের চেয়ে বেশী। এর কারণ কী? এর কারণ হল আমি আমার কম্পিউটারের মেমোরীকে সর্বদা পরিচ্ছন্নভাবে রাখি। এবার আসা যাক মেমরী পরিচ্ছন্ন রাখার তিনটি উপায়ের দিকে।
প্রথম উপায়ঃ- নিয়মিত Disk Defragment
আপনি যদি নিয়মিত Disk Defragment করুন তাহলে এই কথা নিশ্চিত যে আপনার কম্পিউটারের গতি বেড়ে যাবে। কিভাবে Disk Defragment করতে হবে তা বলার আগে Disk Defragement বিষয়ে কিছু বলি। Disk Defragement মূলত আপনার কম্পিউটারের এলোমোলভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলোকে একত্রিত করে দেয়। যার কারণে কম্পিউটার কোন ফাইলকে সহজে খুজে বের করতে পারে। কিভাবে Disk Defragement করবেন? হ্যা এর জন্য প্রথমে Start—Program files—Accessories—System Tools--Disk Defragmenter এ ক্লিক করুন। তাহলে Disk Defragmenter হাজির হবে। এবার পছন্দের ড্রাইভ সিলেক্ট করে Defragement এ ক্লিক করুন। যারা Windows Vista ব্যবহার করেন তাদের জন্য বিষয়টা একটু ভিন্ন। Windows vista ব্যবহারকারীরা কিভাবে এই কাজটি করবেন তা এই লিংকে দেখতে পাবেন।
২য় উপায়ঃ- নিয়মিত Disk চেক করা
নিয়মিত Disk Check করার মাধ্যমে আপনার কম্পিউটারের গতি অনেকখানি বাড়িয়ে দিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল, মাই কম্পিউটের গিয়ে পছন্দের ড্রাইভের উপর রাইট ক্লিক—Properties নির্বাচন করুন—Tools ট্যাব এ যান--Check Now এ ক্লিক করুন।
৩য় উপায়ঃ- নিয়মিত ডিস্ক হত অপ্রোয়োজনীয় ফাইলকে সরিয়ে ফেলা
আপনার বাসগৃহ হতে নিয়মিত আবর্জনা অপসারণ করলে যেমন বাসগৃহে আর কোন আবর্জনা থাকতে পারে না ঠিক তেমনি আপনার ডিস্ক হতে যদি অপ্রোয়োজনীয় ফাইলকে অপসারণ করে দিন তাহলে আর কোন আবর্জনা জমতে পারবে না। এবং এই আবর্জনা দূর করার মাধ্যমে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধিও সম্ভব। সকল অপ্রয়োজনীয় ফাইল মুছে দেবার জন্য কী করতে হবে তা বলে দিচ্ছি, Start—Program files—Accessories—System Tools—Disk Cleanup নির্বাচন করুন। যেকোন ড্রাইভ সিলেক্ট করুন এবার যে ডায়লগ বক্স আসবে তার সবগুলো চেক বক্স নির্বাচন করুন এবং OK তে ক্লিক করুন। দেখবেন কাজ হয়ে যাবে।
এই লিখাটির প্রত্যেকটি বিষয়ই আগে আলোচিত হয়েছে। কিন্তু একসাথে কোথায়ও আলোচিত হয় নি। এছাড়া একটি বিষয় নিয়ে বারবার লিখতে ভাল লাগে না। তাই একসাথে তিনটা বিষয় নিয়ে লিখা ফেললাম তবে পরবর্তীতে এই বিষয় নিয়ে আর লিখা হবে না।
এই লিখাটি প্রথম প্রকাশিত হয়েছে এই ঠিকানায়। এই লিখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
[বাংলাদেশ হতে টাকা আয়ের উপায় জানতে নিয়মিত চোখ রাখুন এই ঠিকানায়।]
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



