জীবন মানে কী?
শুধুই নিজেকে নিয়ে ভাবা?
শুধুই একটা লক্ষ্যের পেছনে ছুটে চলা?
তারপর একদিন মহাকালে বিলীন হয়ে যাওয়া?
এই কী জীবন?
এজন্যই কী আমাদের এই পৃথিবীতে আসা?
এ কেমন জীবন?
যখন দেখেও দেখি না ক্ষুধিতের হাহাকার,
কানে আসে না নিঃস্বের আর্তনাদ,
কখনোই বুঝতে চেষ্টা করি না তাদের কষ্ট।
তাদের জন্য কেবল ঝরে পড়ে সমবেদনা,
যার আড়ালে থাকে ঘৃণা আর অবজ্ঞা।
একদিন সব ভুলে যাই আবার,
তাদের কথা একবারও মনে পড়ে না।
আবার ঢুকে যাই গৎবাঁধা জীবনে,
চার দেয়ালে আবদ্ধ স্বার্থান্ধ জীবন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


