ভালবাসা চাই বলে ফুল চেয়েছি।
গল্প শুনব বলে গল্প শোনাইছি,
মন নেব বলে মন দিয়েছি।
ভালবাসা পাব বলে ভালবেসেছি,
হাসি দেখব বলে এত হেসেছি।
কাছে পাব বলে কাছে এসেছি,
ভন্ধু হবে বলে বন্ধু হয়েছি।
বউ হবে বলে বর সেজেছি,
কবুল বলবে বলে কবুল হয়েছি।
ঘর করবে বলে প্রিয় বলেছি,
দূরে যাবে বলে, পথ আগলেছি।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




