এবং
এই ছবিটা শেয়ার করলাম কারন, কিছু নাস্তিকপ্রেমীরা এই ছবির মাধ্যমে প্রমান কার চেষ্টা করছে "হেফাজতে ইসলামের সমাবেশটি জামাতের সমাবেশ"!!
প্রায় ২ মিলিয়ন মানুষের সমাবেশের যাত্রাপথে (সমাবেশের ভেতরে না "যাত্রাপথে" ) কোথাও ৩ জন ছাগু রাস্তায় তাদের দাবী লিখেছে,,,, ব্যাস! পুরো সমাবেশ হয়েগেল জামাতের !!!!
যারা এমনটি দাবি করছেন তাদের বলি, 'কোন মানুষ যখন গভীর সমুদ্রে অথই পানিতে ডুবে যেতে থাকে, তখন যদি সামান্য খড়কুটাও পাওয়া যায় তবে সেই মানুষটি তা ধরে ভেসে থাকতে চেষ্টা করে। নিজের মনকে বোঝায় এই খড়কুটাই তাকে তীরে নিয়ে যাবে । যদিও সে জানে, এই খড়কুটা তাকে বাঁচাতে পারবে না। তবুও সে হাল ছাড়ে না। হাল ছাড়া মানেইতো পরাজয় । এমন হাল না ছাড়া সৈনিকদের প্রতি আমার .......
.
.
.
.
.
.
একটা নিউজ . সরকার হাল ছেড়ে দিছে !!!
হেফাজতের দাবির বিষয়ে সরকার আন্তরিক: হাছান মাহমুদ
সাথে বোনাস ফটোঃ
আয়রন লেডি
View this link
ইস্পাতের চেয়ে শক্ত ও শক্তিশালি এই মহিলা । প্রথমে ১০ -১২ জন তাকে পেটাতে থাকে। ৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ৫০ থেকে ৬০ জন কর্মী তাকে মারধর শুরু করে। তবুও তিনি কোন প্রকার আহত হননি !! তার শরিরে কোন ব্যান্ডেজ লাগাতে হয়নি। মানুষতো দূর বাঘ-সিংহ পর্যন্ত তার শরিরে কোন আঁচড় ফেলতে পাড়বে না। তিনি এদেশের গর্ব । তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট শেষ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




