বাংলাদেশ, সৌদি আরব, জর্দান, মিশর এই চারটি দেশে বর্তমানে পুরো দমে সনত্রাশী শাষন চলছে। কালকেও আলীগের এক নেতা মারা গেছে গুণিতে। বিএেনপি জামাত তো শেষ। এই বার সন্ত্রাষীদেন টার্গেট হয়েছে আলীগের লোকরাই। পুরো দেশে চলছে স্বৈর শাষন।
মিশরে ইসলাম পন্থী দমনে শেষ বহু আগেই। এখন হামলা হচ্ছে চার্চগুলোতে। একই অবস্থা জর্দান আর সৌদীতে।
দেখুন জনগন খেপলে কি অবস্থা হয়।
আমি এই চার রাষ্ট্রপ্রধানরে বলি। সময় থাকতে পালাও। আমরা খেপলে কিন্তু পালানোরও রাস্তা পাবানা। ইতিহাস সাক্ষী। কেউ এর আগে পালাতে পারেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




