এক বাড়িতে নতুন বৌ এসেছে । হঠাৎ শ্বশুর বৌমাকে বলল, " আমার ঘড়িটা পাচ্ছি না, তুমি কি জান কে ঘড়িটা চুরি করেছে ।" বৌমা বিপদে পড়ল, কারন সে মিথ্যা কথা বলে না এবং সে জানে যে তার এক আত্মীয় এটা চুরি করেছে । বৌ-এর পক্ষে এটা বলা লজ্জাজনক ।
তাই বৌমা বুদ্ধি করে বলল-
"চোরের মামা আমার মামাকে মামা কয় ।"
এই উত্তরে বৌমার দুই দিকই রক্ষা পেল ।
আপনারা কি বলতে পারেন বৌমার সাথে চোরের সম্পর্ক কি ?
(উত্তরটা কিন্তু খুবই সহজ
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




