ভাল কবিতা মানে প্রথম স্কুল
না, প্রথম স্কুল নয় বরং প্রথম পালানো - শেকল ছেঁড়া
মগডালের টুকটুকে আম, ফুসকা - টাকায় চারটে
কিংবা রথ যাত্রার মেলা
গোলাপী মেঘের মত হাওয়াই মিঠাই
না, হাওয়াই মিঠাই নয় বরং হাতি ঘোড়া- চিনির
কিংবা নাগরদোলা
আকাশ ছোঁয়া আশা নিয়ে আকাশ ছুঁয়ে ফিরে আসা
ভাল কবিতা মানে আলগোছে খসে পরা কৈশোর
অনভ্যেসে ধোঁয়ায় কাশা, ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে ভাসা
কিংবা বাদল দিনে বাদলদা'র চায়ের কাপে ঝড়
৭৯/৩ এর ছাদসীমায় স্নান সিক্তা চাঁদ - এক ঝলক
তারপর থেকে ভাললাগা স্বপ্নটা জেগে জেগে দেখা
ভাল কবিতা মানে স্বপ্নের পায়ে শেকল
সিক্তা চাঁদ, অশ্রু কিংবা শোণিতে
পিচের গলিত ভালবাসায় ভারী হয়ে ওঠা স্যান্ডেল টেনে টেনে চলা
না, চলা নয় বরং থেমে থাকা - ঠায় এক জায়গায়
ভাল কবিতা মানে বৃদ্ধের ঝাকা-বাস
ওতেই খাওয়া ওতেই আ'শ
ঝাকা ভরা ক্লান্তি তবু ছাড়েনা পিছু
আর অপ্রাপ্তি যা-কিছু..
না, অপ্রাপ্তি নয় বরং প্রাপ্তি
নাগরিক ভ্রুকুটি, পুলিশের লাঠি
উপর করা হাড়ি আর উননে দহন অবিরাম - আশার;
সর্বোপরি, ভাল কবিতা মানে
স্বীকৃতি - মরণোত্তর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




