(১) জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, দুইয়ের বেশি ছেলে বা মেয়ে নিলে শাস্তির ব্যবস্থা করতে হবে।
উন্নত দেশে দেখেন খোঁজ নিয়ে এই ব্যবস্থা চালু আছে।
(২) দেশের পাড়া-মহল্লা থেকে শুরু করে সিআইডি নেটওয়ার্কের মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।
সি আইডি স্বচ্ছ, সৎ এবং আন্তরিক হতে হবে।
কোনো অপরাধের খবর পেলেই বা আলামতে সিআইডি আসবে, পুলিশ বা র্যাব ব্যাটালিয়ন হাজির হয়ে তাদের গ্রেপ্তার করবে। এতে দেশের নিরাপত্তা জোরদার হবে! সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
স্লোগান হবে ( প্রাণ যাওয়ার/ অপরাধ হওয়ার পরে নয়, আগেই আসবে পুলিশ)
(৩) দেশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সরকার কর্তৃক ৬৪ জেলায় খাদ্যশস্য উৎপাদন করা। দেশের খাদ্য চাহিদা মেটাতে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি করা। আবাদি অনাবাদি জমি উৎপাদন করতে হবে। এক বছরের পরিকল্পনা সরকারের প্রজেক্ট কাজ করে, খাদ্য ভান্ডার/ গুদামে তিন বছরের খাদ্য উৎপান্ন করে মজুদ করা। বর্তমানে লোভী চাষী তরমুজ চাষ করে, ধান চাষ বন্ধ করেছে। এতে দেশের খাদ্য ঘাটতি দেখা দেয়। অর্থাৎ সরকার কর্তৃক চাষাবাদ শুরু করা ।
(৪) দেশের মানুষের স্বাধীনতার প্রতি শতভাগ আস্থা থাকতে হবে। বৈষম্য নীতি দূর করতে হবে। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
(৫) বুদ্ধিবৃত্তিক বা কৌশল বৃত্তিক মানব উন্নয়নের জন্য কাজ করা।
(৬) বেকারত্ব মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। একজন শিক্ষার্থী এসএসসি পাস করলেই উচ্চ মাধ্যমিকে যাবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধীনে কল কারখানা, বিভিন্ন প্রকল্প ব্যবস্থাপনা যা কলেজের সাথে সংযুক্ত। এইসব প্রকল্প কাজ করবে ছাত্র ছাত্রী।যে কোন প্রজেক্টে কাজ করতে বাধ্য করা হয়। পড়াশুনা আর কাজ দুটোই করতে হবে। কলেজে ক্লাস শুরু হবে সকাল ৮ টায় ১ টায় ছুটি হলে ১ টা থেকে ৫ টা প্রকল্পের কাজ করতে হবে। কর্ম এবং দক্ষতা কর্মমুখী শিক্ষা দেশকে উন্নত করবে।
(৭) দুর্নীতিমুক্ত হতে হবে। সি আইডি নিয়োগ করা। সিআইডি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই কাজের তদারকি করলে ভালো হবে। প্রতিটি কাজের মনিটরিংয়ের ব্যবস্থা করা। সরকারের প্রতিটি সেক্টরে সিসি ক্যামেরা সংযোজন করা । সকল অপরাধ ঠেকাতে সি আইডি নির্ভর দেশ করা অপরাধ দিন দিন কমে আসবে। বাংলাদেশ হবে সোনার বাংলা।
ছবি সংগৃহীত
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪