প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে মূল্যায়ন নেই। এছাড়া ফেসবুক ইউটিউব, আর টিভির কাছে হকার বিলুপ্তির পথে। মানুষের কাজ ছিল অফিস বা ঘর থেকে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া।
প্রযুক্তি জীবনযাত্রা সহজ করেছে, বর্তমানে ফেসবুকে ঢুকলেই খবর শিরোনাম চলে আসে। খবরের শুরুতেই দুর্ঘটনার খবর - এমন একদিন নেই দুর্ঘটনার খবর ছাড়া কোনো খবর আছে।
বাংলাদেশ দুঃখী মানুষের দুঃখ মুছে স্বস্তির বসবাস করছেন এমন খবর দেখা যায় না। জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে এমন খবর শোনা যায় না। বাংলাদেশ আমার গর্ব। ১৯৭১ সালের পরে এই দুর্ঘটনা কেন হচ্ছে? আমরা কি সভ্য জাতি হিসেবে তৈরি হতে পারি নাই।










কোনো দুর্ঘটনার খবর নেই...
এমন দিন কবে আসবে??






শায়েখ একটা ভালো কাজ করছেন, তার খবরটি স্বস্তিদায়ক

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




