
দেশটা কারো একার? বাকি ছিল কি দেখার
মনগড়া নীতি করে, দেখাবে কঠিন নীতি,
বৈষম্য, দুর্নীতি থেকে আছে নাকি যে শেখার
ক্ষমতা আর দাপটে দেখেছি স্বজন প্রীতি।
এই দেশ শহীদের ও একাত্তরে যোদ্ধার
মুক্তিযু্দ্ধের সংগ্রামী সেই বীর বাঙালির,
এই দেশ সাধারণে সততা রেখেছে যার
মানি না এছাড়া কোনো, শক্তিধর শমসের।
ক
চাষার সন্তান চাষা হচ্ছে
হ্যালো কোটার বৈষম্য সুরে,
দুর্নীতি আর ক্ষমতা যার
তার সুখের পায়রা উড়ে ।
সততা এখন আস্থা হীন,
স্বাধীন দেশে যায়কি মানা,
শত্রু গেছে এই দেশ ছেড়ে
কারাই এখন দিচ্ছে হানা।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




