ইন্টারনেটে বাংলা লেখার জন্য অনেকেই অভ্র কী-বোর্ড ব্যবহার করে আসছে। কিন্তু ফেসবুকের মতো বিভিন্ন সাইট গুলোতে বাংলা অক্ষর দেখার যে সমস্যা রয়েছে, তার জন্য অনেকেই বাংলা লেখার আগ্রহ হারিয়ে ফেলে। আর তাই এই সমস্যা সমাধানের জন্য এসেছে Font Fixer নামে একটি সফ্টওয়ার। যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বাংলা অক্ষর গুলো আরো চোখ-সহনিয় ভাবে দেখতে পারবেন। এতে করে আপনার বাংলা রেখার আগ্রহ আরো বৃদ্ধি পাবে। সমৃদ্ধ এবং প্রসারিত হবে আমাদের প্রিয় ভাষা বাংলা।
কিভাবে পাবেন?
এই লিংকে গিয়ে আপনি Font Fixer সফ্টওয়ারটি ডাউনলোড করে নিতে পারবেন। অতপর সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।
ইনস্টল-এর নিয়ম:
সফ্টওয়ারটিতে ডাবল ক্লিক করুন। তারপর একটি উইনডো আসবে। সেখানে আপনার কম্পিউটারে থাকা বাংলা উইনিকোড এর ফন্ট SolaimanLipi সিলেক্ট করুন। তারপর Fix it-এ চাপ দিন। আপনার কম্পিউটার রিস্টার দিন। এরপর আপনার ব্রাউজারে যান।
সেখানে Tools থেকে Option-এ ঢুকুন।
Content –এ গিয়ে Advance এ যান।
তারপর For Font –এ Bangle সিলেক্ট করুন এবং Scan-Serif এ SolaimanLipi ফন্টটি সিলেক্ট করুন।
এরপর নিচে Default এ Unicode-8 সিলেক্ট করে OK দিয়ে বেড়িয়ে আসুন। দেখবেন বাংলা ফন্ট গুলো ইংরেজি ফন্টের মতো বড় দেখাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



