মাবোনেরা, ইদানীং বিভ্রান্ত হওয়ার মত অনেক তথ্য ইন্টারনেটে ছড়ানো হচ্ছে যা মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরানোর চক্রান্ত ছাড়া কিছুই নয়। যেমন প্রচার করা হয় যে ইসলামে বউ পেটাতে বলা হয়েছে। কিন্তু এর আগে যে সদুপোদেশের কথা বলা হয়েছে সেটা বলা হয়না। নিচের আয়াতটায় স্পশ্ট বলা হয়েছে স্ত্রী বিপথে গেলে বা অবাধ্য হলে তাকে প্রথমে বোঝাতে, তারপর শয্যা ত্যাগ করতে। তারপরতও যদি কাজ না হয় তবে শাস্তি দেয়ার বিধান আছে। শেষ বিধানটা শুধুমাত্র কিছু পরিমান বদ প্রজাতির নারীর জন্য খাটে যারা কোন কথা শুনতে চায়না। তাদেরকে মারধোর করা ছাড়া অন্য কোন উপায় থাকেনা। অতএব ইসলাম বিরোধীদের কথা শুনে বিভ্রান্ত হবেন না।
"পুরুষরা নারীর উপর কর্তৃত্ব শীল। এ জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সেমতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে। আর যাদের মধ্যে আবাধ্যতার আশংকা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করোনা।" সুরা নিসা, আয়াত ৩৪।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




