করুনায় যার ভগবান,নিজ হাতে গড়া গয়না যে তার সহে না,
ক্রোধে বিজরিত তৃষ্ণার্থরে এক ফোটা পানিও যে কেঊ দেয় না,
দ্বি চক্রে মানুষের মন যে, কোন কূল খুজে পায় না,
ভাষাও যার দ্বৈত, তাহার অন্তরের পথ উন্মুক্ত হয় না,
কৃষ্ণ যার সাধনার বস্তু, মন্দও যে তাহার সহে না,
পরাণে পরাণে দ্বি-চক্র যেথায় কৃষ্ণও তাহায় পোউছায় না।
এ সব-ই সুপ্ততাপ, তোমার আমার গল্প না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



