সুখের গোড়ায় ভালবাসা আর ভালবাসার স্পর্ষ ব্যাতিত সুখের স্বাদ পাওয়া কঠিন। যখন মনে করতাম, ভালবাসা নামক বস্তুটার দেখা পাওয়া খুব কঠিন। সে আমার জন্য এই পৃথিবীতে আসেনি। তখন..... ঠিক তখনই অর্থহীন লাগত এই বেঁচে থাকা।যখন বুঝলাম ভালবাসা কোন অদ্ভূত বস্তু নয়, আহামরি দূঃষ্প্রাপ্য কোন বস্তু নয়। বেশ অবাক হলাম, সেই সময়ের জন্য আমিই হয়তো ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ...... !
যেমনটি ঠিক এখনো আছি। যদিও আমি জানতাম না সত্যিই কেউ কখনো আমাকে ভালবাসবে, এখনো আমি ঠিক তেমনি অবাক হয়েই আছি।
প্রতিনীয়ত কি এক শূন্যতার অন্তর্ঘাত আমাকে আরো এলোমেলো করে দিয়েছে।
হঠাৎ !
কেমন করে কোথা থেকে যেন ফিরে এলে তুমি, তোমার ছায়াঁনীড়ে।
অসমাপ্ত.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




