অনেক পথই অনেক দিকে চলে গেল
কোনটা রোমের দিকে, কোনটা জেরুজালেমের দিকে
কোনটা লিবিয়া কিংবা ইরাকের দিকে,আফ্রিকার দিকে
কোনটা আবার বংশাই নদীর দিকে।
একটি রাস্তা যখন দুদিকে বাঁক নেয়
তখন আমি আর বুঝে উঠতে পারি না
কোন দিকে যাওয়া উচিত।
ভাবি, এমত সিদ্ধান্তহীনতায়
কোন পথ যে তোমা পানে ধায়.....
রাস্তা যখন বাঁক নেয়, ছেনালী করে,
ধরা দেয় আবার দেয় না,
অনেক দিকে চলে যায়;
বালকের অজ্ঞতা নিয়ে
দেখা ছাড়া আর কী-বা করবার থাকে আমার
ফলে,
বসে থাকি তাদের দলীয় সঙ্গমস্থলে
তবে
তেপান্তরের একটি মাঠের সাথে যেদিন দেখা হবে,
হঠাৎ, আচমকা আৎকা সন্ধ্যায়
সকল পথরেখা ভুলে
নিজেরই দুচোখ উপড়ে ফেলে, তুলে,
কালাকালহীন নিরুদ্দেশ হেটে যাব
বিগত দুঃস্বপ্নের কথা ভুলে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





