(আত্মজা চিত্রা বিভাবরীকে)
দুঃখঝর্ণার কাছেই এক আশ্চর্য নদী আছে
নিভৃতি নামের সেই নদীটার পারে বসে
তোমাদের চলাচল দেখি দিনভর।
মানুষের চেহারা দেখেই বুঝে নেয়া যায়
অনিদ্রায় কে আক্রান্ত, কে অস্থির আর
গোরস্থান থেকে এইমাত্র কে ফিরলো......
প্রত্যেকে তাদের মুখে খানিকটা অতীত বহন করে।
তবু, শববাহকের কাছে মৃতদেহ বহন করা
শুধুমাত্র প্রতিদিনকার 'কাজ'।
যেকোন মৃতই কারো না কারো স্বজন, কেননা-
দুঃখ পাবার আদিম প্রবনতা সকলেরই আছে
পৃথিবীতে তবু কোন শুন্যস্থান নেই-
প্রতিটি কবর ভরে ওঠে যখন নতুন লাশে
ধুলোর ভেতরে তখন
আগামী কালের সবুজ শিশুরা হাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





