লগ ইন করে দেখি স্টাটাস "নিরাপদ"। লেখা নাকি প্রথম পাতায় যাবে। এটাই প্রথম পোস্ট হিসেবে প্রথম পাতায় দেখবো।
গল্প কবিতা কৌতুক কিছুনা, কেবল আমার বড় ভাইকে নিয়ে দু'চার লাইন লিখবো। আর বাকিসময় পড়বো।
আমার বড়ভাইজানকে নিয়ে বিপদে আছি। সে আমার সব কিছুতে ভাগ বসায়। একই অভিযোগ সেও করে। আমি পাত্তা দিই না। মা বাবা বেশিরভাগ সময় তাকে সাপোর্ট করে। এ নিয়ে আমি খুব ব্যথিত।
আপনাদের কাছে সে ব্যাথা লিখে জানাবো। মাঝে মাঝে কিছু ব্রেইনের মাইর দিয়ে ভাইজানকে সাইজ করি।
ভাইজানকে একটা বিয়ে দিয়ে নিজের পথ ক্লিয়ার করার চেষ্টায় আছি। সবাই দোয়া করবেন আমার জন্য। একটা বিয়ে করতে খুব ইচ্ছে করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



