এই ব্লগের আমরা সবাই ভিন্ন ভিন্ন চিন্তা চেতনায় বিশ্বাসী। কেউ লিখতে আসেন কেউ পড়তে, আবার কেউ মন্তব্য করতে ভালবাসেন।
কেউ কবিতা পছন্দ করেন আবার কেউ গল্প পড়তে ভালবাসেন। তাই একজনের সাথে আরেকজনের মতের অমিল থাকতেই পারে। কিন্তু আমাদের সবার একটা মিল আছে। সেটা হলো আমরা সবাই এই ব্লগে কম বেশী আসি, ব্লগটাকে ভালবাসি।
সবাইকে ব্যক্তিগতভাবে চিনিনা, জানিনা। তবে, আপত্তি না থাকলে দয়া করে আপনার জন্মদিনটা (তারিখ) বলেন।
সবাই যখন ব্লগে আসি অন্ততপক্ষে জন্মদিনে শুভেচ্ছাটুকু দিতে পারব।
সবাইকে শুভেচ্ছা জানাতে আমার খুব ভাল লাগে বলেই জানতে চাচ্ছি।
আপনারা সবাই অংশগ্রহন করলে খুশী হব।
ধন্যবাদ সবাইকে।
ইমন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


