এই ইন্টারনেটের যুগে গোটা পৃথিবী যখন আক্ষরিক অর্থেই আপনার হাতের মুঠোয় তখন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তা হল তথ্য আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ব্যবহার। আপনার দৈনন্দিন জীবনে কিছুটা অজান্তে হলেও আপনি প্রায় প্রতিদিনই কোনও না কোনও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকেন। এর একটি সহজ উদাহরণ হল এক কেজির বাটখারা। এক কেজির বাটখারাতে ঠিক কতটা পরিমান ভর থাকতে হবে সেটি একটি আন্তর্জাতিক সংস্থার (ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজারস ) দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে পৃথিবীর যেকোনও দেশে যদি আপনি এক কেজি ওজনের কোনও জিনিস কেনেন তাহলে তার পরিমাণ সব জায়গায়ই এক হবে। একইভাবে আধুনিক কম্পিউটার সিস্টেমে বাংলা লেখার ক্ষেত্রেও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ব্যবহার সমান গুরুত্বপূর্ণ। ইউনিকোড এনকোডিং পদ্ধতি ব্যবহার করে কোনও বাংলা লেখা আপনি পৃথিবীর যেকোনও প্রান্তে, যেকোনও আধুনিক অপারেটিং সিস্টেম (উইনডোজ, লিনাক্স, ম্যাক...) ব্যবহার করে পড়তে পারবেন। দুর্ভাগ্যবশত বহু বাংলা ওয়েবসাইট, বিশেষ করে অনলাইন সংবাদপত্রগুলো এই ২০০৯ সালেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইউনিকোড এনকোডিং ব্যবহার করার বদলে এখনও নিজেদের অতীতেই আবদ্ধ রেখেছে ব্যক্তিগত এনকোডিং ব্যবহার করার মাধ্যমে।
এই অবস্থায় অনেকটা গুগল নিউজের আদলে কাশফুল ডট কমের একটি নতুন প্রচেষ্টা হল বাংলা সংবাদ শিরোনাম যেখানে আপনি ইউনিকোড বাংলায় প্রায় সমস্ত বাংলাদেশী ও ভারতীয় অনলাইন সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম পড়তে পারবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




