[ শ্রদ্ধেয় অগ্রজ, ইমন জুবায়ের কে উতস্বর্গ করছি ]
কুয়াশায় ঢেকে থাকা নিশ্চুপ সকাল
সূর্য যেন ছুটি নিয়েছে ,
তুমি আসবে বলে,
বদলাল না কিছুই।
শিশির জমে রইল
ফুলগুলো কলিই থেকে গেল
কাক টা আগের মতই বেসুরো ।
শুধু পৃথিবীর সব সৃষ্টির
এক ক্ষুদ্র , না দেখা আমার অন্ধকার
মনে, একটু যেন আলো পরল
কোথাও স্নিগ্ধ হাওয়া লাগলো একটুখানি
কোন এক ভাললাগা অনুভূতি
আমাকে ঘিরে রইল সারাক্ষন।
তোমাকে দেখার অপেক্ষায়
প্রতিটি মুহূর্ত যেন, অনন্তকালের
হাত ধরাধরি করে চলল।
সেই সাথে আধো চোখে আধো আলতে
শুধু তোমার প্রতিক্ষায়
আমি এক সুখী মানুষ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




